• Sehwag on Kohli’s century: কোহলির জন্যই RCB ২০ রান কম করেছে! ‘মন্থর’ বিরাটকে ঝেড়েপুঁছে আক্রমণ এবার শেওয়াগেরও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
  • Virat Kohli slowest century controversy:

    রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কার্যত একাই লড়াই চালিয়েছেন। দলের বাকিরা ব্যাটিং করতে এসেছেন আর ফিরে গিয়েছেন। কিন্তু, বীরের সম্মান পাওয়া দূর। বিরাট কোহলির বিরুদ্ধে সমালোচনায় মুখর প্রাক্তন থেকে সমর্থক, সকলেই। কারণ, ম্যাচে কোহলির স্ট্রাইক রেট কম ছিল। এবার সেই সমালোচনায় গা ভাসালেন বীরেন্দ্র শেওয়াগও। তাঁর অভিযোগ, বিরাট সঠিক গতিতে ব্যাট করলে বেঙ্গালুরু আর ২০ রান বেশি তুলতে পারত।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)