IPL expensive over: ৪ ৬ ৬ ৬ ৪ ৬! ১ ওভারেই এল ৩২ রান! শেফার্ডের ব্যাটে ধুয়েমুছে IPL-এর সেরা ওভার, দেখুন VIDEO
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
Mumbai Indians vs Delhi Capitals:
তান্ডব চলল ওয়াংখেড়েতে। সেই তান্ডবের মুখে লজ্জাজনক কীর্তি করে বসলেন দিল্লি ক্যাপিটালস-এর আনরিখ নকিয়া। শেষ ওভারে চারটে বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি হজম করে বসলেন প্রোটিয়াজ পেস সেনসেশন। আর সেই ঝড়ে নাম লেখা থাকল রোমারিও শেফার্ড-এর। ক্যারিবিয়ান ক্যালিপ্স-এর ঝলক দেখিয়ে মাত্র ১০ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়ে গেলেন তারকা। শেফার্ড ঝড়ের ব্যাটে ভর করেই মুম্বই শেষ পর্যন্ত ২৩৪ রানের পাহাড় খাড়া করল স্কোরবোর্ডে।