Mahakaleshwar Temple: ভিডিও করতে দেয়নি মহাকাল মন্দিরে, রক্ষীদের বেধড়ক পেটালেন দুই মহিলা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
রেল স্টেশন থেকে মন্দির রিলের দৌরাত্ম সর্বত্রই। রিলের নেশায় বুদ তরুণ প্রজন্মের একাংশ। আর এই রিল বানাতে গিয়েই সংবাদ শিরোনামে দুই দুই মহিলা। রিল করতে বারণ করায় মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরের রক্ষীকে বেদম প্রহার করলেন দুই মহিলা। পুলিশ জানিয়েছে ভিডিও শুট করতে বাধা দেওয়ার তিনজন মহিলা নিরাপত্তারক্ষীকে দুই মহিলা এবং আরও কয়েকজনকে মারধর করেছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।