• পণবন্দির দেহ উদ্ধারের পর ইজরায়েল জুড়ে ফের সরকারবিরোধী বিক্ষোভ...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হামাসের হাতে পণবন্দি এলাদ কাতজিরের দেহ উদ্ধার হওয়ার পর আবারও তেল আবিবসহ ইজরায়েলের অন্যান্য শহর জুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। পণবন্দি-মুক্তি-চুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে প্রায় এক লক্ষ মানুষ তেল আভিবের সবাবেশে জমায়েত করেন।শনিবার গাজা থেকে এলাদের মরদেহ উদ্ধার করে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী। বিক্ষোভকারীরা গাজায় হামাসের হাতে থাকা প্রায় ১৩০ পণবন্দিকে মুক্ত করতে ইজরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পণবন্দিদের পরিবারের সদস্যরাও এই সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। বিক্ষোভকারীরা ইজরায়েলের প্রায় ৫০টি জায়গায় সমাবেশ করে। অন্যদিকে হামাসের সামরিক বাহিনী কাসসাম ব্রিগেড দাবি করেছে, গত কয়েক ঘণ্টায় সংঘর্ষে তাঁরা অন্তত ১৪ জন ইজরায়েলি সেনাকে হত্যা করেছে। তাঁদের আরও দাবি, ইজরায়েলের সঙ্গে শহরের সীমান্তে খান ইউনিসের আজ-জানানায় ৯ জন ইজরায়েলি সেনা নিহত হয়েছে। যদিও ইজরায়েল এবিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে তাঁরা জানিয়েছে, শনিবার মধ্য গাজায় ৪০১তম ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের দুই সেনা গুরুতর আহত হয়েছে। জওয়ানদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। গাজার পূর্বাঞ্চলীয় এলাকা খান ইউনিস ও তার আশপাশে ইজরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের তুমুল লড়াই চলছে। 
  • Link to this news (আজকাল)