• দুরন্ত ছন্দে কোহলি, তাও কেন হারছে আরসিবি' ব্যাখ্যা কোচের
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হার। শনিবার রাজস্থান রয়্যালসের কাছে হেরে হারের হ্যাটট্রিক করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুর্দান্ত ছন্দে বিরাট কোহলি। প্রত্যেক ম্যাচেই রান পাচ্ছেন। আইপিএলের প্রাথমিক পর্বেই করে ফেলেছেন শতরান। কিন্তু তাসত্ত্বেও কেন জিততে পারছে না আরসিবি? হারের জন্য ব্যাটিংকেই দুষলেন বেঙ্গালুরুর কোচ। অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, "পাঁচটার মধ্যে মাত্র একটা ম্যাচ জিততে কোনও দলই চায় না। আমাদের ব্যাটিংয়ে কিছু সমস্যা হচ্ছে। বিরাট ভাল ফর্মে থাকলেও বাকিরা ছন্দে নেই। ওদের আত্মবিশ্বাস তলানিতে। সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ওদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সবরকম চেষ্টা করা হচ্ছে। আইপিএল বড় টুর্নামেন্ট। এখনও লড়াইয়ে ফেরা সম্ভব। তবে সবার আগে প্লেয়ারদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। আশা করছি পরের ম্যাচ থেকে বাকি ব্যাটাররা রান পাবে।" প্রথম পাঁচ ম্যাচের মধ্যে একটি শতরান, দুটি অর্ধশতরান বিরাট কোহলির। অপরাজিত ১১৩ রান সর্বোচ্চ। গড় ১০৫.৩৩। কমলা টুপির মালিক। কিন্তু তাসত্ত্বেও জয়ের মুখ দেখছে না আরসিবি। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের মুখোমুখি হবে কোহলিরা। এই ম্যাচ থেকেই কি ভাগ্যের চাকা ঘোরাতে পারবে আরসিবি?
  • Link to this news (আজকাল)