• হেমন্ত সোরেনের বিরুদ্ধে ফ্রিজ, স্মার্ট টিভিকে প্রমাণ হিসাবে দেখাল কেন্দ্রীয় সংস্থা ...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জমি দুর্নীতি মামলায় আরও চাপে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ইডির চার্জশিটে রয়েছে বিস্তারিত তথ্য। চার্জশিটে প্রমাণ হিসাবে দুটি রসিদ দেখিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেখানে রয়েছে ফ্রিজ, স্মার্ট টিভি। হেমন্তের বিরুদ্ধে প্রায় ৯ একরের জমি বেআইনিভাবে হস্তগত করার অভিযোগ রয়েছে। এর বাজারমূল্য ৩১ কোটি টাকা। এই মামলার চার্জশিটে আরও তিনজনের নাম রয়েছে। রাঁচির দুজন ডিলারের কাছ তেকে ফ্রিজ, টিভির রসিদ সংগ্রহ করা হয়েছে। সেগুলি চার্জশিটের সঙ্গে জমা দিয়েছে ইডি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত সোরেন। ৩১ জানুয়ারি জমি মামলায় গ্রেপ্তার করা হয় হেমন্ত সোরেনকে। তবে তাঁর আগে তিনি রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছেন চম্পাই সোরেন। 
  • Link to this news (আজকাল)