• ৩ মাসে মধ্যপ্রদেশে আড়াই লক্ষের বেশি মানুষ যোগ দিয়েছেন বিজেপিতে!...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটমুখী দেশে নেতা নেত্রীদের দলবদলের ঘটনা লক্ষ্যনীয়। একই সঙ্গে অনেকেই নতুন করে রাজনীতিতেও পদার্পণ করেন। ভোটমুখী মধ্যপ্রদেশে গত তিন মাসে ২ লক্ষের বেশি মানুষ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তেমনটাই দাবি বিজেপির। প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্র শনিবার দাবি করেন গত তিন মাসে রাজ্যে প্রায় ২.৫৮ লক্ষ মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন, যাঁদের মধ্যে শুধু এপ্রিলেই ১.২৬ লক্ষ মানুষ এসেছেন গেরুয়া শিবিরে। দাবি ছিল তাঁদের বেশিরভাগই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও এই মন্তব্যের পর বিজেপিকে একহাত নিয়েছে কংগ্রেস। হাত শিবিরের দাবি বিজেপি যে তালিকা প্রকাশ করেছে, তাতে কেবল পরিচিত নেতাদের নাম দেখা গিয়েছে। যেখানে ৩৩৬ জনের নাম রয়েছে। গেরুয়া শিবিরকে ২.৫৮লক্ষ মানুষের নামের তালিকা প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছে হাত শিবির। মধ্যপ্রদেশ কংগ্রেস প্রধান দাবি করছেন, খনি, বালি, শিক্ষা, পরিবহন সহ একাধিক দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা যোগ দিয়েছে বিজেপিতে। নানা কারণে একাধিক দল যেসব ব্যক্তিদের বহিষ্কার করেছে, ভোটের মুখে তাঁরাও বিজেপিতে যোগ দিয়েছেন বলে অভিযোগ কংগ্রেস নেতার।
  • Link to this news (আজকাল)