• মজুরির টাকা না পেয়ে ভারত-ভুটান সড়ক অবরোধ নিউ ডুয়ার্সের চা শ্রমিকদের, প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে শ্রমিকরা ...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: কাজ করেও মজুরির টাকা না পেয়ে নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিকেরা ভারত-ভুটান সড়ক অবরোধ করলেন। কেন্দ্র সরকার অধিগৃহীত অ্যান্ড্রু ইউল সংস্থার অন্তর্গত এই চা বাগানের শ্রমিকেরা ৭ সপ্তাহ ধরে সাপ্তাহিক মজুরি পাচ্ছেন না, দীর্ঘ ১১ মাস ধরে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা পি.এফ অফিসেও জমা করছে না বাগান পরিচালন কর্তৃপক্ষ। বানারহাটের পাশের ব্লক ধূপগুড়িতে এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মুখে তাঁদের সমস্যার সমাধানের প্রসঙ্গ আসে কিনা সেদিকেই তাকিয়ে চা শ্রমিকেরা। নিউ ডুয়ার্স চা বাগানের শ্রমিক ইমিলতা মিঞ্জ, বিরজানিয়া বার্লা, সুনিতা সার্কি"রা জানালেন, সারা সপ্তাহ কাজ করার পর তাঁদের সোমবার করে মজুরি দেওয়া হত, কিন্তু বিগত ৭ সপ্তাহ ধরে তাঁরা কাজ করে চললেও মজুরি দেওয়া হচ্ছে না। ই.পি.এফ এর টাকা বাগান কর্তৃপক্ষ জমা করছে না। মজুরি নির্ধারণের চুক্তি অনুসারে বেতন ছাড়াও পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিসেবা, জ্বালানি কাঠ, আবাস ইত্যাদি তাঁদের পাওয়ার কথা থাকলেও এর বেশিরভাগ থেকেই তারা বঞ্চিত। প্রতিটি বাড়িতেই বসেছে মিটার, তাঁদের বিদ্যুতের বিল দিতে হচ্ছে, বাগানের হাসপাতালে তিন বছর ধরে নেই ডাক্তার, পানীয় জলও তাঁদের সরবরাহ করে না বাগান কর্তৃপক্ষ। এই সব সমস্যার সমাধান চেয়ে তারা ম্যানেজার এর কাছে একাধিকবার গিয়েছিলেন, বিগত মাসের ১৬ই মার্চ ফ্যাক্টরির সামনে বিক্ষোভে বসেছিলেন। এখন তাঁদের হাতে বাজার করার টাকা নেই, দোকানদারেরা ধার বা বাকিতে তাদের আর জিনিস দিচ্ছে না, রেশন যা পান তাই দিয়ে পরিবারের সবার সারা মাস পেট ভরে না। তাই পেটে টান ধরায় বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধে বসেছেন। প্রধানমন্ত্রী পাশের ব্লকে আসছেন, তাঁর বানারহাটের চা বাগানের শ্রমিকদের কাছেও আসা উচিত, অন্তত তাঁদের সমস্যার সমাধানে কিছু করা উচিত বলে চা শ্রমিকেরা জানালেন। এখন প্রধানমন্ত্রী ধূপগুড়ির জনসভা থেকে কী বলেন সেই দিকেই তাকিয়ে পথে বসে চা শ্রমিকেরা।
  • Link to this news (আজকাল)