• Canada Election : ক্যানাডার ভোটে টাকার প্রভাব খাটিয়েছে ভারত?
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • এই সময়: মাস দু’য়েক আগেই ক্যানাডা অভিযোগ তুলেছিল তাদের নির্বাচনে নাক গলিয়েছে ভারত। নয়াদিল্লি সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে। এবার প্রকাশ্যে ‘ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস’-এর তদন্ত রিপোর্ট। তাতে দাবি, ক্যানাডার ২০১৯ এবং ২০২১ সালের ভোটকে প্রভাবিত করার চেষ্টা করেছে ভারত এবং পাকিস্তানের প্রশাসন।

    ক্যানাডার গুপ্তচর সংস্থার রিপোর্ট বলছে, ২০২১ সালে ভারত সরকার ক্যানাডার নির্দিষ্ট একটি ডিস্ট্রিক্টকে টার্গেট করেছিল। খালিস্তানপন্থী বা খালিস্তানের সমর্থক ভারতীয় বংশোদ্ভূত সংখ্যাগরিষ্ঠ ভোটারের বসবাস সেই ডিস্ট্রিক্টে। ক্যানাডার গুপ্তচর সংস্থার দাবি, ভারত সরকারের প্রক্সি এজেন্ট বেআইনি ভাবে মোটা টাকা দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে জেতানোর চেষ্টা করেছিল। ২০১৯ সালে পাকিস্তানও একই ভাবে ক্যানাডার ভোটে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ।ভারত অবশ্য এই অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে। ক্যানাডা এর আগেই এ ধরনের অভিযোগ তোলায় ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, ‘ক্যানাডার তদন্ত কমিশনের রিপোর্ট আমরা দেখেছি। এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাক গলানো ভারত সরকারের নীতি নয়। বরং ক্যানাডাই ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাচ্ছে।’

    সম্প্রতি ক্যানাডার গুপ্তচর সংস্থার রিপোর্ট প্রকাশ্যে আসার পর সরকারি ভাবে কিছু বলেনি ভারত। তবে নরেন্দ্র মোদীর প্রশাসনসূত্রে দাবি, ক্যানাডার রাজনীতিতে চিন প্রভাব খাটাচ্ছে। চিন ট্রুডোর দলকে জেতাতে চায়। চিনের এই নাক গলানো থেকে নজর ঘোরাতেই ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনছে জাস্টিন ট্রুডোর দেশ।

    গত বছর ফাঁস হওয়া একটি গোয়েন্দা রিপোর্টে জানা যায়, ক্যানাডার ভোটে প্রভাব খাটাচ্ছে চিন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুগত ক্যানাডার রাজনীতিকদের নাকি জেতানোর চেষ্টা করা হচ্ছে। এর পরই তদন্তের নির্দেশ দেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই তদন্তেই ভারত এবং পাকিস্তানের যোগসূত্রও মিলেছে বলে খবর।

    প্রসঙ্গত, ক্যানাডার মাটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনে ভারতের হাত রয়েছে বলে গত বছরই সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন ক্যানাডার পিএম।

    তথ্যপ্রমাণ চেয়ে সরব হয়েছিল ভারত। ক্যানাডা অবশ্য কোনও তথ্যপ্রমাণই ভারতের হাতে তুলে দেয়নি। তবে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ঠেকেছে তলানিতে। তার মধ্যেই নির্বাচনে নাক গলানোর এমন রিপোর্ট। ভারতেও লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে ক্যানাডার তদন্ত রিপোর্ট ঘিরে আর কোনও জলঘোলা হয় কি না, সেটাই দেখার।
  • Link to this news (এই সময়)