• সূর্যগ্রহণের সময় এই ভুল করলে পুড়ে ছাই হবে স্মার্টফোন! সতর্কবার্তা নাসার
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • শুরু হয়ে গেছে গ্রহণের কাউন্টডাউন। ২০২৪ সালের ৮ এপ্রিল হতে চলেছে এবছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এদিন চাঁদ সম্পূর্ণ ঢেকে ফেলবে সূর্যকে। অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মাঝে চলে আসবে চাঁদ। কয়েক মিনিটের জন্য নামবে অন্ধকার। বিশ্বের অনেক দেশই ডুববে মিনিট কয়েকের আঁধারে। তবে খুব শীঘ্রই ফের সূর্যের আলো দেখা যাবে। এই মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা পৃথিবী। ঠিক তার আগে গ্রহণ নিয়ে সতর্কতা জারি করেছে আমেরিকা। স্মার্টফোন দিয়ে ছবি তোলা নিয়ে সতর্কবার্তা দিয়েছে নাসা।এই সূর্যগ্রহণ দেখা যাবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মেক্সিকোতে। এই গ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কোটি কোটি মানুষ। এই মহা জাগতিক ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জ্যোতির্বিজ্ঞানীরাও। সূর্যগ্রহণে আরও একটি অন্যরকম বিরল দৃশ্যও দেখা যাবে। কোটি কোটি মানুষ কোনও দূরবীন ছাড়াই সরাসারি সৌরজগতের অনেক গ্রহ দেখতে পাবেন। যা সাধারণ সময়ে কখনই দেখা যায় না। সৌরজগতের দুটি গ্রহ সাধারণ মানুষ সরাসরি দেখতে পাবেন। এই গ্রহগুলি হল বৃহস্পতি এবং শুক্র।

    যাঁরা এই গ্রহণ দেখতে চান তাঁদেরকে গ্রহণ দেখার জন্য সঠিক চশমা পরার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। উপযুক্ত চশমা পরলে চাঁদকে পৃথিবী থেকে দূরে সরে যেতেও দেখা যেতে পারে বলে জানিয়েছেন তাঁরা। সূর্যের আলো অত্যন্ত উজ্জ্বল হওয়ায় তা চশমা ছাড়া চোখের মারাত্মক ক্ষতি করতে পারে বলে চশমা পরার পরামর্শ দিচ্ছে নাসা।

    গ্রহণের ঠিক আগের দিন আরও বড় একটি সতর্কবার্তা দিয়েছে নাসা। যাঁরা সূর্যগ্রহণের ছবি তুলতে চান তাঁরা স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা ব্যবহার করতে চান তাদের জন্য এই সতর্কবার্তা খুবই গুরুত্বপূর্ণ।

    ইউটিউবার মার্কেস ব্রাউনলির প্রশ্নের উত্তরে এমন সতর্কবার্তা দিয়েছে নাসা।

    নাসা বলছে, অন্য যেকোনো ইমেজ সেন্সরের মতো ফোনের সেন্সরও সূর্যের রশ্মিতে ক্ষতিগ্রস্থ হতে পারে। এই ঘটনাটি দেখতে সঠিক ফিল্টারের প্রয়োজন। তা না হলে ফোনের সেন্সর অন্য যেকোনো ইমেজ সেন্সরের মতো ক্ষতিগ্রস্ত হতে পারে যদি এটি সরাসরি সূর্যের দিকে ধরা হয়। ফলে গ্রহণ দেখতে গেলে অন্যান্য ক্যামেরার মতো প্রয়োজনীয় ফিল্টার ব্যবহার করতে হবে।

    ছবি তোলার পদ্ধতিও ব্যাখ্যা করেছে নাসা। বলা হয়েছে, যে ছবি তোলার সর্বোত্তম উপায় হল ফোন ক্যামেরার লেন্সের সামনে গ্রহন চশমা ধরতে হবে।
  • Link to this news (এই সময়)