• কেরালায় JU-র স্মৃতি, র‍্যাগিংয়ে ‘আত্মহত্যা’
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • তিরুবনন্তপুরম: কেরালার কলেজে ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ভয়াবহ স্মৃতি৷ গত বছরের ৯ অগস্ট ফার্স্ট ইয়ারের এক নাবালক ছাত্রের দেহ মিলেছিল হস্টেলের সামনে। জানা গিয়েছিল, র‍্যাগিং-এর জেরেই এই মৃত্যু। আর কেরালার ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স কলেজেও সিনিয়রদের অত্যাচারের শেষে মর্মান্তিক পরিণতি হলো দ্বিতীয় বর্ষের ছাত্র সিদ্ধার্থনের৷ কলেজ হস্টেলের বাথরুম থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত দেহ৷ সেই মামলার তদন্তের দায়িত্বভার শনিবার সিবিআই নিয়েছে। সূত্রের খবর এখনও পর্যন্ত ২০ জন পড়ুয়াকে গ্রেপ্তার করেছে তারা।

    গত ১৮ ফেব্রুয়ারি সিদ্ধার্থনের দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ যে রিপোর্ট সিবিআই-এর হাতে তুলে দিয়েছে, তাতে জানা গিয়েছে মৃত্যুর আগে এক টানা ২৯ ঘণ্টা নির্মল মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হয়েছিল ওই ছাত্রের উপরে৷ ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে শুরু করে ১৭ ফেব্রুয়ারি দুপুর ২টো পর্যন্ত টানা ওই ছাত্রের উপরে চলে ‘নির্মম র‍্যাগিং’৷ কখনও হাত দিয়ে, কখনও বেল্ট দিয়ে চলে বেধড়ক মারধর৷ এমনকী ব্যবহার করা হয়েছিল মোবাইলের চার্জিং কর্ডও।ভেট কলেজের ওই ছাত্রের দেহ যখন উদ্ধার হয়েছিল, তখন তাঁর পরনে ছিল শুধু একটি আন্ডারওয়্যার। ওই ছাত্রের বাবার অভিযোগ, শুধু ওই দিনই নয়, তাঁর ছেলের উপরে গত ৮ মাস ধরেই অত্যাচার চালাচ্ছিল কলেজের সিনিয়ররা৷ এমনকী, কলেজের এসএফআই করা ‘দাদা’দের সামনেও নগ্ন হয়ে হাঁটু মুড়ে বসানো হতো তাঁকে৷

    পুলিশের ওই রিপোর্টে লেখা হয়েছে, ‘ক্রমাগত সেই অত্যাচারের ফলে সিদ্ধার্থন পড়াশোনায় মন বসাতে পারছিলেন না, আবার কলেজের কোর্স ছেড়ে বাড়ি ফিরে যাওয়াও তাঁর পক্ষে সম্ভব ছিল না৷ কিন্তু, অত্যাচার সহ্যও করতে পারছিলেন না৷ তাই সম্ভবত বাধ্য হয়ে আত্মঘাতী হন তিনি। গত ১৮ ফেব্রুয়ারি হস্টেলের বাথরুমে সাড়ে ১২টা থেকে ১.৪৫-এর মধ্যে আত্মহত্যা করেন বলে পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে।’

    সূত্রের খবর, সিদ্ধার্থনকে ১৬ ফেব্রুয়ারি গ্রাউন্ড ফ্লোরের একটা কমন স্পেসে নামানো হয়, যেটা সব জায়গা থেকে দেখা যায়। সেখানে তাঁর ‘পাবলিক ট্রায়াল’ হয়। একটি মেয়ের সঙ্গে নাকি তিনি দুর্ব্যবহার করেছিলেন, তাই ক্ষমা চাইতে বাধ্য করা হয়। তখন তাঁর পরনে ছিল শুধুই একটি ব্রিফ। এর পরেই লাথি-কিল-চড়-ঘুষি চলতে থাকে, যা কখনওই বন্ধ হয়নি। গত ৯ মার্চই সিএম বিজয়ন জানান, এতে সিবিআই তদন্ত হবে।
  • Link to this news (এই সময়)