• Shami-RCB: হারার কাজ তো নিজেই করছে! কোহলির ক্যাপ্টেন ডুপ্লেসিসকে সাপটে দিলেন এবার শামিও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
  • Royal Challengers Bengaluru captain faf du plessis:

    শনিবারের ম্যাচে রাজস্থানের কাছে আরসিবির হারের কারণ নিয়ে কাটাছেঁড়া অব্যাহত। অনেকেই কোহলির মন্থর গতির ব্যাটিংকে দোষী ঠাওরালেও সবাই তা করতে নারাজ। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, কোহলি যদি বাকি ব্যাটারদের থেকে সামান্য হলেও সহায়তা পেতেন, তা-ও না হয় এমনটা বলা যেত। বরং, কোহলির ওই মন্থর গতির ব্যাটিংয়ের জোরেই যেটুকু লড়াই করার তা আরসিবি করেছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)