Lok Sabha Election Live : আজ বাঁকুড়ায় মমতার সভা, ভোটের মুখে ভূপতিনগর নিয়ে তপ্ত বঙ্গ রাজনীতি
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
আচমকা বৃষ্টিপাতে তাপমাত্রা একলাফে অনেকটাই কমেছে। লোকসভা ভোটের প্রচার দামামা বাজছে সজোরে। এবার লোকসভা নির্বাচনের প্রচারে বাঁকুড়া জেলাতে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার রাইপুরে সভা করার কথা তাঁর। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর জন্য প্রচারে আসছেন তিনি। বাঁকুড়া কেন্দ্রের বিদায়ী সাংসদ সুভাষ সরকারের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে।নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার জন্য সোমবার দিল্লিতে গেল তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধি দল। এর মধ্যে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্ত, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস এবং সুদীপ রাহা।ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন দুই প্রার্থীই। এদিকে ভূপতিনগরকাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। NIA-র এক শীর্ষ আধিকারিকের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি, এমনই অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, একটি সাদা খামে কিছু লেনদেন হয়েছিল। কুণালের এই দাবি ঘিরে আলোড়ন।
যদিও এই ধরনের কোনও ঘটনা অস্বীকার করেছেন জিতেন্দ্র। তিনি বলেছেন, 'যাঁরা অভিযোগ এনেছেন, প্রমাণ করার দায়িত্বও তাঁদেরই।' ভূপতিনগরের ঘটনায় NIA-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এই দিকে নজর থাকবে। উল্লেখযোগ্যভাবে, এখনও পর্যন্ত রাজ্যের দুই লোকসভা কেন্দ্র আসানসোল এবং ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি BJP। সেক্ষেত্রে এই কেন্দ্র দুটিতে এদিন প্রার্থী ঘোষণা করা হয় কিনা সেই দিকে থাকবে নজর।