West Bengal Rain : ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া! সোমে প্রবল দুর্যোগের সম্ভাবনা, হাওয়া বদল কবে?
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
গরমের ক্ষতে প্রলেপ পড়েছে। স্বস্তির বৃষ্টিতে কমেছে তাপমাত্রার বাড়বাড়ন্ত। কিন্তু, রাজ্যে কতদিন এই পরিস্থিতি? বঙ্গে বৃষ্টি আর কতদিন? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? রাজ্যজুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে ঝড়-বৃষ্টির কারণে। সোমবার সকাল থেকেই মুখ গোমড়া আকাশের। দক্ষিণবঙ্গে দিনভর রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে মঙ্গল এবং বুধবার, এই দু'দিন বাড়বে তাপমাত্রার পারদ।কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতায় হতে পারে কয়েক পশলা বৃষ্টি। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস মতো কমে গিয়েছে। মঙ্গল এবং বুধবার সামান্য বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
গতকাল অর্থাৎ রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দিনভর মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ। হালকা ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা সমস্ত জেলাতেই। হতে পারে বজ্রপাতও। দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে। সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, বাঁকুড়া এবং পুরুলিয়াতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে পড়তে পারে বাজ। মঙ্গলবার চারটি জেলা বাদ দিয়ে অন্যান্য জেলাগুলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে স্বস্তি আর খুব বেশিদিন নেই। মঙ্গল এবং বুধবার থেকে কিছুটা বাড়বে তাপমাত্রার পারদ। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় এদিন অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টিপাত। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই এদিন হতে পারে ঝড়-বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অপেক্ষাকৃত বাড়তে পারে।