• সূর্যগ্রহণের জেরে চাঁদ দেখার সময়ে হেরফের! খুশির ইদের দিন বদল?
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • রমজান মাস শেষ হওয়ার পথে। এবার ইদ-উল-ফিতর পালনের প্রস্তুতি তুঙ্গে। সাধারণত চাঁদ দেখার উপর নির্ভর করে ইদের দিনক্ষণ। আদর্শ পরিস্থিতিতে চাঁদের দেখা মেলে যখন তা সূর্য এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে। এই চাঁদের অপেক্ষায় যখন গোটা বিশ্বের মুসলিমরা তখন সোমবার হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এর জেরে কি ইদের সময়ের হেরফের হতে পারে?ইসলামিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রমজান মাসে রোজা পালন করেন মুসলিমরা। এটিও পবিত্র চাঁদ দেখার সময়ের উপর নির্ভর করে। বিশ্বের বেশ কিছু অংশে বিশেষত পশ্চিমের দেশ এবং আরব বিশ্বে গত ১১ মার্চ থেকে শুরু হয়েছিল রমজান মাস। সেই হিসেব অনুযায়ী, ৯ এপ্রিল ইদের চাঁদের দেখা মেলার সম্ভাবনা। ৮ এপ্রিল অর্থাৎ সোমবার থেকেই চাঁদ দেখার প্রস্তুতি শুরু করে দেবে অধিকাংশ দেশ। এদিকে, সোমবার রয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সময়টাতেই নতুন চাঁদের দেখা মেলে আকাশে। সাধারণত সূর্যের আলোর ছটায় চাঁদ অস্পষ্ট হয়ে যায়। তবে এ মাসে একটি বিরল মুহুর্তের দেখা মিলতে পারে আকাশে।

    জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, উত্তর আমেরিকায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। আর সে কারণে ওই অংশ থেকেই চাঁদ দেখার সম্ভাবনা বাড়বে। উল্লেখ্য, চলতি বছর রমজান শেষে ইদের পবিত্র চাঁদ দেখা গেলেও ইদ-উল-ফিতর পালিত হবে না উত্তর আমেরিকায়। খালি চোখেই মুসলিমরা পবিত্র ইদের চাঁদ দেখে থাকেন। কিন্তু, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আকাশে খালি চোখে তাকানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সে সময় নতুন চাঁদের দেখা মিললেও রমজান শেষ করতে পারবেন না মুসলিমরা। গ্রহণ দেখার জন্য উপযুক্ত চশমা পরে আকাশে তাকালেই নতুন চাঁদের ঝলক পাওয়া যাবে সোমবারই। কিন্তু, তা ইসলামিক মত অনুযায়ী ইদের চাঁদ দেখা নয়।

    ফলে অনুমান করা হচ্ছে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জেরে ইদের পবিত্র চাঁদ দেখার সময়ের হেরফের হতে চলেছে। সাধারণত ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, ২৯ দিনে শেষ হয় রমজান মাস। সেই অনুযায়ী, সোমবারই পবিত্র চাঁদের দেখা পাওয়া যেত। তবে সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এর জেরে পবিত্র চাঁদ খালি চোখে দেখার জন্য মুসলিমদের মঙ্গলবার, ৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ৩০ দিনে শেষ হবে এবারের রমজান মাস।

    প্রাথমিকভাবে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন ৯ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর। তবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জেরে মঙ্গলবারের আগে খালি চোখে পবিত্র চাঁদ দেখা যাবে না। পশ্চিম বিশ্বের দেশগুলিতে সোমবার সূর্যগ্রহণের সবচেয়ে বেশি প্রভাব পড়বে। ফলে সূর্যোদয়ের পর চাঁদ দেখার সম্ভাবনা এদিন কম থাকবে। মঙ্গলবার ইদের চাঁদ দেখার মধ্যে দিয়ে রমজান মাসের ইতি ঘটবে। বুধবার, ১০ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর বা খুশির ইদ।

    আরব বিশ্বের দেশগুলিতেও মঙ্গলবারই ইদের পবিত্র চাঁদ দেখা যাবে। হার্পার্স বাজার আরবিয়ার মতে আরব দেশগুলিতে ইদ পালিত হবে আগামী ১০ এপ্রিল।
  • Link to this news (এই সময়)