Solar Eclipse 2024: মহাকাশ থেকে কেমন দেখাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? 'প্রত্যক্ষদর্শী' আদিত্য-এল১
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে 'টাস্ক' মতোই কাজ সারছে ভারতের নিজস্ব সূর্যযান আদিত্য এল১। এবার আরও এক কাজ করবে আদিত্য এল১।
সোমবার সূর্যগ্রহণ। তবে ভারত থেকে দেখা যাবে না গ্রহণ। আর সেই আক্ষেপ মেটাবে ভারতের সূর্যযান। 'প্রত্যক্ষদর্শী' আদিত্য-এল১ মহাকাশ থেকে সূর্যগ্রহণের প্রতি মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দি করবে। গ্রহণের সময় সূর্যের প্রকৃতির দিকে খেয়াল রাখবে এই মহাকাশযান।৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে দেখে যাবে গ্রহণ। এই গ্রহণের বিশেষত্বও রয়েছে। ৮ এপ্রিলের সূর্যগ্রহণ হতে চলে বিগত ৫০ বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদের ছায়ায় এদিন টানা চার মিনিট ঢেকে থাকবে। গ্রহণের এই সময়কালে সূর্য টানা চার মিনিট আড়ালে চলে যাবে। এই সময় সূর্যের মাঝখানের গোল অংশ দেখা যাবে না। শুধুমাত্র বাইরের গোল আংটির মতো অংশ (রিং অফ ফায়ার) দেখা যাবে।
ভারত থেকে এই গ্রহণ দেখা না গেলেও মহাকাশ থেকে গ্রহণের দিকে সারক্ষণ চেয়ে থাকবে আদিত্য-এল১। বর্তমানে সৌরযানের অবস্থান পৃথিবী ও সূর্যের মাঝের ল্য়াগারেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে রয়েছে। পৃথিবী থেকে ল্যাগারেঞ্জ পয়েন্টের দূরত্ব ১৫ লাখ কিলোমিটার। ছ'টি যন্ত্র রয়েছে আদিত্য-এল১-এর। তার মধ্য়ে দু'টি যন্ত্র সূর্য গ্রহণের সময় কাজে লাগবে। ওই দু'টি যন্ত্রই মূলত গ্রহণের সময় সূর্যের রূপের দিকে নজর রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। এই যন্ত্রগুলি হল ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ (VELC) ও সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিক্সোপ (SUIT)।
২ সেপ্টেম্বর অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় আদিত্য-এল১। চার মাস পর সূর্যের কাছাকাছি নির্দিষ্ট গন্তব্য এল১ পয়েন্টে পৌঁছেছে। ওই গন্তব্যে থেকেই আগামী পাঁচ মাস কাজ করে যাবে এই সৌরযান। সূর্যের উপর টানা নজরদারি চালাচ্ছে এই মহাকাশযান, নিরতন্তর পর্যবেক্ষণ ও গবেষণা চালাচ্ছে। এবার মহাকাশ থেকে আদিত্য-এল১-এর চোখে গ্রহণকে কেমন দেখতে লাগে তা দেখার উন্মুখ হয়ে রয়েছেন বিজ্ঞানীরা।
উল্লেখ্য়, চাঁদ যখন ঘুরতে ঘুরতে পৃথিবী ও সূর্যের সঙ্গে সমান্তরাল অবস্থানে চলে আসে তখনই হয় সূর্যগ্রহণ। চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর, আর তখন চাঁদের ছায়ায় সূর্যের আলো ঢেকে যায়। সামান্য কিছুক্ষণের জন্যই তৈরি হয়ে এমন মহাজাগতিক ঘটনা। ৮ এপ্রিল গ্রহণের সময় টানা চার মিনিট সূর্য চাঁদের ছায়ায় ঢাকা পড়বে বলে জানা গিয়েছে। তাই এই গ্রহণ নিয়ে মহাকাশ অত্যুৎসাহীদের মধ্যে কৌতুহলের পারদ ক্রমেই বাড়ছে।