• 'ভালো নাটক দেখলাম', গিরিশ মঞ্চের আগুন বিভ্রাট শেষে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
    ২৪ ঘন্টা | ২৪ নভেম্বর ২০২২
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার সন্ধ্যেয় আগুন লাগে গিরিশ মঞ্চে। নাটকের মধ্যেই মঞ্চে আগুনের ফুলকি দেখা যায়। থেমে যায় নাটক। দর্শকাসনে থাকা প্রত্যেককে নিরাপদে বাইরে বার করে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ফের মঞ্চস্থ করা হয় নাটক। এদিন গিরিশ মঞ্চে নাটক দেখতে উপস্থিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিশ্বজিৎ বসু। আগুনের কারণে দেড় ঘণ্টা পরে শুরু হয় শো। যদিও আগুন তেমন বড় কিছু নয়৷ দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায় বলে সূত্রের খবর৷

    আরও পড়ুন, 

    তবে আগুন নিভে যাওয়ার পরেই গিরিশ মঞ্চে পৌঁছেছিলেন লকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু। শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, খুব ভালো একটা নাটক দেখলাম। আসার পর দেখেছিলাম সমস্ত দর্শক বাইরে দাঁড়িয়ে আছেন। তখন জানলাম আগুনের বিষয়টি। তবে আগুন নিভিয়ে, নিরাপত্তা নিশ্চিত করে, মস্ত ছাড়পত্র নিয়ে ই নাটকটি শুরু হয়। 

    মঞ্চে নাটক শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধোঁয়া বেরোতে দেখা যায়। মঞ্চের এসি-র ঘর থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্কে দর্শকরা আসন ছেড়ে বেরিয়ে আসে। তবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। প্রায় রাত ৮টার পুরো নাটক দেখেন দুই বিচারপতি। তবে আগ্নিকাণ্ডে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। 

    আরও পড়ুন, 
  • Link to this news (২৪ ঘন্টা)