Nirmala Sitharaman Husband : 'লালকেল্লা থেকে হেট স্পিচ! বন্ধ হবে নির্বাচন', সীতারমনের স্বামীর ভবিষ্যদ্বাণীতে অস্বস্তিতে বিজেপি
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামীর মুখে ফের চাঞ্চল্যকর মন্তব্য। পরাকলা প্রভাকর লোকসভা নির্বাচনের আগে ফের এবার খবরের শিরোনামে। মোদী সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, '২০২৪ সালের ফের একবার এই সরকারে কেন্দ্রে বসলে আর কখনও নির্বাচনে হবে না দেশে।' তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকেও দেদার শেয়ার করা হচ্ছে সেই ভিডিয়ো।কী মন্তব্য সীতারমনের স্বামীর?এর আগেও বর্তমান শাসকদলের বিরুদ্ধে আঙুল তুলেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা সীতারমনের স্বামী বলেন, 'এমনটা হতে পারে, যদি এই সরকার ফের ক্ষমতায় আসে তবে আর কোনও নির্বাচন হবে না দেশে। ভোটাধিকার প্রয়োগ করার আশা করবেন না আর। এর পর আর কোনও ভোটই হবে না ভারতে। দেশের সংবিধান এবং নকশা পুরোপুরি বদলে যাবে। চিনতেও পারবেন না। লালকেল্লা থেকে হিংসার কথা শোনা যাবে। ভয়ংকর হতে চলেছে দেশের ভবিষ্যৎ। যা আজ মণিপুরে হচ্ছে তা আগামীদিনে দেশের যে কোনও স্থানে হতে পারে। কৃষকদের সঙ্গে যা হচ্ছে, লাদাখের মানুষের উপর যা চলছে তা গোটা দেশে হতে পারে।'
আগেও সরকারের উপর তীব্র ক্ষোভএর আগে পরাকলা প্রভাকর নোটবন্দি, মূল্যবৃদ্ধি, বেকারত্বের মতো ইস্যুগুলি নিয়ে একাধিকবার কেন্দ্রের BJP সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এ ছাড়াও পরাকলা প্রভাকর সম্প্রতি নির্বাচনী বন্ড নিয়ে মন্তব্য করেছিলেন। নির্মলা সীতারমনের এই অর্থনীতিবিদ স্বামী বলেন, 'নির্বাচনী বন্ড কেবলমাত্র দেশ নয় গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি।' পাশাপাশি পরাকলা প্রভাকর ২০১৯ সালে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি নিয়েও কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, 'অর্থব্যবস্থাকে দুরবস্থা থেকে বের করে আনতে BJP-কে পি ভি নরসিমা রাও-মনমোহন সিংয়ের নেওয়া পদক্ষেপগুলিকে অনুসরণ করতে হবে।'
কে এই পরাকলা প্রভাকর?কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমের স্বামী পরাকলা প্রভাকর একজন জনপ্রিয় অর্থনীতিবিদ। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্ধ্র প্রদেশ সরকারের অর্থনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন সে রাজ্যের সরকারের কমিউনিকেশন অ্যাডভাইসর। তিনি JNU থেকে স্নাতকোত্তর এবং এম ফিল করেছেন। এরপর লন্ডন স্কুল অফ ইকনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯১ সালে PhD করেন। অর্থনীতি সম্পর্কীয় একাধিক বই লিখেছেন তিনি।