• Lok Sabha Election 2024: '৪০০০ সাংসদ নিয়ে জিতবে বিজেপি!' বেফাঁস মন্তব্যের জেরে ট্রোলড নীতীশ, দেখুন ভিডিয়ো
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • INDIA-র হাত ছেড়ে NDA-এর সঙ্গে হাত মেলানোর পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার। তবে এবার বেফাঁস মন্তব্য করে সোশ্য়াল মিডিয়ায় ট্রোলড হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ভুল বশত তিনি বলে ফেলেন, 'NDA চার হাজারেরও বেশি আসনে জিতবে।' ওই ভিডিয়োতেই দেখা যায় প্রথমে চার লাখ বলে ফেলে খানিক তোতলে ভুল শোধরানোর চেষ্টায় ৪০০০ বলেন। মোদীর পাশে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় তাঁকে। নীতীশ এই বক্তব্য খানিক রসিকতাও করেন মোদী। বক্তব্য রাখতে উঠে নীতীশের প্রশংসা করে মোদী বলেন, 'আপনি এত ভালো বক্তব্য রেখেছেন যে আমার আর কিছুই বলার নেই।'নীতীশ তাঁর বক্তব্যে মোদী ও বিজেপির প্রশংসায় পঞ্চমুখ। বলতে শোনা যায়, 'আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ সব ভোট প্রধানমন্ত্রীকেই দেবেন, যিনি চার হাজার সাংসদ নিয়ে ক্ষমতায় ফিরেছেন।' নীতীশের এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে হাসি-ঠাট্টার খোরাকে পরিণত হয়। অবশ্য এই প্রথম নয়, আগেও একাধিকবার বেফাঁস মন্তব্যে সংবাদের শিরোনাম দখল করেছেন প্রবীণ JDU নেতা। তবে নীতীশের এই মন্তব্যে অস্বস্তিতে গেরুয়া শিবির।

    দেখুন নীতীশের মন্তব্যের ভিডিয়ো

    প্রসঙ্গত ১৯ এপ্রিল ভোট রয়েছে বিহারের নওয়াদায়। তার আগে NDA-এর র‍্যালি চলাকালীন এই কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে NDA-তে জোটের সঙ্গে হাত মিলিয়েছেন JDU প্রধান। রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্য়ের একটি ভাইরাল ক্লিপ রিপোর্ট হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে, 'বিজেপি নেতাদের কারণেই পরাজয় ফুটে উঠে। কারণ দেশের সাংসদের সংখ্য়ার বিষয়ে বিজেপি কিছুই জানে না। নওয়াদার মানুষ জানেন, কথা দেওয়ার পর যাঁরা পিছিয়ে যান তাঁদের কী ভাবে তাড়াতে হয়। বিহারের জন্য স্পেশাল প্যাকেজ কোথায়? বিহারের স্পেশাল স্ট্যাটাসই বা কোথায়?'

    উল্লেখ্য, এক সময় বিরোধী জোট 'ইন্ডিয়া' গঠনে অগ্রনী ভূমিকা নিয়েছিলেন নীতীশ কুমার। তাঁরই উদ্যোগে বিরোধী দলগুলি এক ছাতার তলায় এসেছিল প্রথমবার। বৈঠকও হয়েছিল একাধিকবার। তবে গত জানুয়ারিতে 'ভোল' বদলান নীতীশ। ফিরে যান বিজেপি নেতৃত্বাধীন NDA শিবের। বিজেপির সমর্থনে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নতুন করে। তাঁর বারবার দলবদল নিয়ে নীতীশ বিরোধীরা প্রশ্ন তোলেন। লোকসভা ভোটে বিহারের ৪০টি আসনের মধ্যে ১৬টি আসনে লড়ছে নীতীশের দল। ১৭টি আসনে লড়ছে বিজেপি।
  • Link to this news (এই সময়)