এই সময়: গত দু’বার ‘গর্জন’ করলেও, বিতর্কিত মন্তব্য থেকে এ বার নিজেকে সামলে নিলেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান! জমি দখল ও ভেড়ির ব্যবসার আড়ালে কোটি কোটি টাকা পাচারের মামলায় সাসপেন্ডেড তৃণমূল নেতা শাহজাহান বর্তমানে রয়েছেন ইডি হেফাজতে।এর আগে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর মুখে শোনা গিয়েছিল ‘ষড়যন্ত্র’, ‘বিজেপির দালাল’-এর মতো শব্দবন্ধ। রবিবারও তাঁকে সল্টলেক থেকে জোকায় নিয়ে যাওয়া হচ্ছিল মেডিক্যাল চেকআপের জন্য। সেই সময়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই!’ হঠাৎ কেন এই ভোল বদল, তা নিয়ে গুঞ্জন চলছে।
শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে একই ভাবে বিতর্কিত মন্তব্য করে এসেছেন তাঁরা। আদালত কক্ষে সেই বক্তব্যগুলিকে হাতিয়ার করে, তাঁদের প্রভাবশালী প্রমাণ করার চেষ্টার কোনও খামতি রাখেনি ইডি-সিবিআই।
এখনও তাঁরা জেলেই রয়েছেন। শাহজাহানও সেই পথে হেঁটে একের পর এক তোপ দাগছিলেন। এখন বিতর্ক এড়াতে তিনি সেই আক্রমণের রাস্তা থেকে সরে এলেন বলেই মনে করছেন অনেকে।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে গত শুক্রবার শাহজাহান বলেছিলেন, ‘সব মিথ্যা কথা। বিজেপির দালালরা সব কথা বলছেন।’ এদিন সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে, বিজেপির কে বা কারা আপনাকে ফাঁসাচ্ছেন? সব শুনে কিছুটা মৃদুকণ্ঠে শাহজাহান বলেন, ‘আমার কারও বিরুদ্ধে, কোনও অভিযোগ নেই।’
ইএসআই হাসপাতালে পৌঁছনোর পর শাহজাহানকে ফের প্রশ্ন করা হয়, দল কি আপনার পাশে আছে? তিনি বলেন, ‘কেউ থাকল বা না থাকল, আমার আল্লাহ আছে।’ ইতিমধ্যে জমি-ভেড়ি দুর্নীতি মামলায় ১৩৭ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে বলে দাবি করেছিল ইডি।
তদন্তকারীদের ধারণা, বিপুল পরিমাণ বেআইনি লেনদেন হয়েছে। টাকার অঙ্কটা আরও বাড়তে পারে। আগামী ১৩ এপ্রিল ফের শাহজাহানকে আদালতে পেশ করবে ইডি।