• Kolkata to Pakyong Flight: নামমাত্র খরচেই বিমানে কলকাতা to সিকিম! সপ্তাহের কোন কোন দিন মিলছে পরিষেবা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
  • Kolkata to Pakyong Flight:

    খুলে গিয়েছে সিকিমের প্যাকিয়ং বিমান বন্দর (Pakyong Airport) । এবার কলকাকা থেকে মাত্র ১ ঘণ্টায় উড়ে যেতে পারবেন পড়শি সিকিমে (Sikim)। গরমের ছুটিতে সিকিমে বেড়াতে যেতে চাইলে এবার আকাশপথ ব্যবহার করতেই পারেন। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবেন সিকিমে। কলকাতার পাশাপাশি দিল্লি পর্যন্ত বিমান পরিষেবা মিলছে সিকিমের এই প্যাকিয়ং বিমানবন্দর থেকে। কলকাতা থেকে কবে কবে ছাড়ছে বিমান? ভাড়াই বা কত? এসব নিয়েই রইল বিশেষ এই প্রতিবেদন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)