Kolkata Weather Today: আজও ঝেঁপে বৃষ্টি কোন কোন জেলায়? কাল থেকেই আরও বড় হাওয়া বদল দক্ষিণবঙ্গে!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
IMD Weather Update Today April 8:
রবিবারের আবহাওয়া সোমবারেও। গতকাল সকাল থেকে আকাশের মুখ ছিল ভার। দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। শুধু বৃষ্টিই নয়, তারই পাশাপাশি ছিল ঝোড়ো হাওয়ার দাপট। সোমবারেও জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) হাওয়া অফিসের। কালবৈশাখী ধেয়ে আসতে পারে বেশ কিছু জেলায়। দুর্যোগের এই পরিস্থিতি চলবে কতদিন? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।