Abhishek Bose: ‘এটা আমার রুচিই নয়…’, পর্দায় রোম্যান্স করলে প্রেমিকা রেগে যায়? অভিষেক সোজাসাপটা বললেন…
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
টেলিভিশনে অভিষেক হয়েছিল বেশ অনেকদিনই। কিন্তু, জনপ্রিয়তা এসেছিল নেতাজীর হাত ধরে। মানুষ অভিষেক বসুর পাশাপাশি তাঁর অভিনয় দেখতে শুরু করেছিলেন। কিন্তু, টেলিভিশনের লিডিং হিরো হওয়ার পরেও তাঁকে মেগা বাদ দিয়ে সিরিজ কিংবা সিনেমাতে দেখা যায় না কেন? সঙ্গে ব্যক্তিগত জীবনের পাশাপাশি রিয়ালিটি শোয়ের মঞ্চে ঠিক কী চলছে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে গল্প করতে করতে উঠে এল নানা কথা।