• শান্তনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাবালার, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বজিৎ ...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • পল্লবী ঘোষ: ঠাকুরবাড়ির দুই সদস্যের কোন্দল ঘিরে মতুয়া মহামেলার দ্বিতীয়দিনে ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার সন্ধে ছ"টা নাগাদ ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে বড়মা বীণাপাণি দেবীর ঘরের দরজা ভেঙে হামলার অভিযোগ ওঠে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। অভিযোগ, সেই সময় শান্তনুর সঙ্গেই ছিল কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরকে অকথ্য গালিগালাজ করেন শান্তনু। পাশাপাশি খুনের হুমকিও দেন বলে অভিযোগ।এই ঘটনার কিছুক্ষণ পর মমতাবালা জানান, "জোর করে বড়মার ঘর দখল করে আমাকে বের করে দেওয়া হয়েছে। সারাজীবন বড়মার দেখাশোনা আমি করেছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পাশে থেকেছেন। আজ হঠাৎ করে অধিকার দখলের জন্য উঠেপড়ে লেগেছে শান্তনু। এর বিরুদ্ধে আমি বড় আন্দোলনের পথে যাব।" মমতাবালা আরও জানালেন, আজ রাতেই গাইঘাটা থানায় শান্তনুর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করছেন। হামলার ঘটনার পরে নিরুত্তাপ শান্তনু। বড়মার ঘর দখল করে সেখানেই তালা বন্ধ করে ভিতরে রয়েছেন তিনি। শান্তনুর কথায়, নিজের অধিকার নিজেই ছিনিয়ে নিয়েছেন। এ ব্যাপারে আর আপোস করবেন না। দরকার হলে তিনিও আন্দোলনের পথে হাঁটবেন। দুষ্কৃতীদের নিয়ে মমতাবালার উদ্দেশে অকথ্য গালিগালাজ নিয়ে শান্তনুর বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তাঁর কথায়, "কেন্দ্রের বিদায়ী মন্ত্রী কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করে যেভাবে একজন মহিলাকে গালিগালাজ করে, হামলা করে ঘর দখল করেছেন, আমি এর তীব্র নিন্দা করছি। এটা অসামাজিক। ক্ষমতার অপব্যবহার করে একজন নারীর সম্ভ্রম নষ্ট করছেন তিনি।" এদিকে হামলার ঘটনার পরেই ঠাকুরবাড়ির চত্বর থেকে সমস্ত ভক্তদের সরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।
  • Link to this news (আজকাল)