• বিরল ইতিহাসের সন্ধিক্ষণে সুন্দরবন, ১১৪ বছরে বাংলার প্রবীণতম ভোটার ইনি-ই...
    ২৪ ঘন্টা | ০৮ এপ্রিল ২০২৪
  • প্রসেনজিৎ সরদার: সেঞ্চুরি হাঁকিয়েছেন আগেই। বয়স ১১৪ বছর। আগামী ১ জুন ১৮ তম লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করবেন ১১৪ বছরের প্রবীণ বৃদ্ধা। নাম হাজারী সরদার। সুন্দরবন তথা জেলার মধ্যে যা এক বিরল ইতিহাস। হাজারী দেবী-ই সম্ভবত বাংলার প্রবীণতম ভোটার। ১১৪ বছরের বৃদ্ধা ভোটার হাজারী সরদারকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন খোদ বিডিও।সালটা ১৯১০। ভারত তখন ইংরেজদের অধীনে। সেই সময়ই তাঁর জন্ম। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ঝড়খালি কোষ্টাল থানার অন্তর্গত বিধান পল্লির বাসিন্দা হাজারী দেবী। বর্তমান তাঁর বয়স ১১৪ বছর। স্বামী বল্লভ সরদার অনেক আগেই প্রয়াত হয়েছেন। বৃদ্ধার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গোসাবা, বাসন্তী, কুলতলি, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, জয়নগর ও মগরাহাট পূর্ব বিধানসভা নিয়েই জয়নগর লোকসভা কেন্দ্র। মোট ভোটার সংখ্যা প্রায় ১৫ লক্ষ। এর মধ্যে বাসন্তী বিধানসভা এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষের বেশি।

    জয়নগর লোকসভা কেন্দ্রের বয়স্কতম ভোটার হাজারী দেবী। তিনি দেশকে স্বাধীন হতে দেখেছেন। দেখেছেন ইংরেজদের অত্যাচার। বিগত দিনে ১০ বার পঞ্চায়েত নির্বাচন, ১৭ বার বিধানসভা এবং ১৭ বার লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন হাজারী দেবী। এবার ১ জুন ১৮ তম লোকসভা নির্বাচনেও নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন হাজারী দেবী। ১১৪ বছর বয়স্কা বৃদ্ধা হাজারী দেবীর কথা জানতে পেরেই তাঁর বিধানপল্লির বাড়িতে হাজির হয়েছিলেন বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার। তিনি বৃদ্ধাকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। দীর্ঘায়ু কামনা করেন।বাসন্তী পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল বলেন, "ভগবানের অশেষ কৃপা যে হাজারী দেবী ইংরেজ শাসন দেখেছেন, স্বাধীন ভারতবর্ষ দেখে চলেছেন। এছাড়াও তিনি সমস্ত নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। যা বিরল ইতিহাস।" বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল বৃদ্ধার দীর্ঘ জীবন কামনা করে বলেন, "আমার বিধানসভা এলাকায় ১১৪ বছর বয়স্কা এক বৃদ্ধা ভোটার রয়েছেন। এটা আমার গর্ব। এছাড়াও তিনি বিগত ১৭ টি লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবার ১৮ তম লোকসভা নির্বাচনেও তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন যা এক যুগান্তকারী ইতিহাস তৈরি হবে সুন্দরবনের বুকে।"
  • Link to this news (২৪ ঘন্টা)