• West Bengal BJP Candidate: তথাগত পারেননি-রাহুলের জোড়া ইনিংসেও 'লাল কালি'! উত্তর কলকাতায় দলের নয়া ডিফেন্ডার তাপসকে নিয়ে 'আশায়' BJP
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • ঠান্ডা, গরম বা ফুরফুরে- হাওয়ার হাল নিয়ে এখন খুব একটা বেশি চিন্তিত নন রাজনীতিকরা। আপাতত তাঁদের 'ফুল ফোকাস' রাজনীতির হাওয়ায়। উত্তর কলকাতা কেন্দ্র তৈরি হওয়ার পর থেকেই সেখানে একছত্র দাপট তৃণমূলের।২০০৯ থেকে ২০১৯- কাউকে ভোটের ফলাফলের দিন রেজাল্ট স্কোরবোর্ডে প্রথম স্থানের ধারেকাছে ঘেঁষতে দেননি তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। 'জয়ী হয়ে মেসির মতো মাঠ ছাড়ব', ২০২৪-এর ভোট রণাঙ্গনে দাঁড়িয়ে হুংকার দিয়েছেন সুদীপ। তবে ইতিহাস সাক্ষী মেসিকে গোলপোস্টের দিকে এগিয়ে যেতে প্রাণপণে আটকেছে সমস্ত প্রতিপক্ষ টিম। কখনও গোল হয়েছে-কখনও মিস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। সেক্ষেত্রে বলা যায়, সংশ্লিষ্ট আসন রাজ্যের শাসক দলের অন্যতম গড়।

    এদিকে তথাগত রায়, রাহুল সিনহার পর এবার উত্তর কলকাতায় BJP-র ‘গোলকিপার’ গেরুয়া শিবিরে নবাগত তাপস রায়। গুরুদায়িত্ব তাঁর কাঁছে। সুদীপ রেকর্ড ভেঙে উত্তর কলকাতায় পদ্ম ফোটাতে কি পারবেন তিনি? কী বলছেন উত্তর কলকাতায় BJP-র প্রাক্তন ‘ভোট যোদ্ধারা’?

    তাপসবাবু ED-র ভয়ে ওই দলে গিয়েছেনজয়প্রকাশ মজুমদার

    ২০০৯ সালে উত্তর কলকাতায় পদ্ম প্রতীকে লড়েছিলেন তথাগত রায়। তখনও অবশ্য বঙ্গ BJP-র ধার-ভার একেবারে আলাদা ছিল। সেভাবে বাংলায় মাথাচাড়া দিয়ে ওঠেনি এই রাজনৈতিক দল। সেই বার দ্বিতীয় নয়, তৃতীয় স্থানে শেষ করেন BJP-র তথাগত রায়। ফলাফলে দেখা যায় 'সেকেন্ড' মহম্মদ সেলিমের প্রাপ্ত ভোট ছিল ৪০.০৫ শতাংশ, সেখানে 'থার্ড' হওয়া BJP-র তথাগত পান মাত্র ৪.২২ শতাংশ ভোট।

    তাপস রায়ের হাতে ২৪-এ উত্তর কলকাতার BJP-র ব্যাটন থাকায় দীর্ঘ ১৫ বছর পর জয়ের আশায় বুক বাঁধছেন তাপসও। তথাগতর হুংকার, ‘সুদীপ বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের জন্য কিছু করতে পারেননি। তাঁর জয় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। তাঁর নিজের তেমন কোনও কৃতীত্ব নেই। সেই জায়গায় তাপস রায়ের ভাবমূর্তি স্বচ্ছ। তেমন কোনও অভিযোগও তাঁর নামে নেই। ফলে আশা তো রাখছি এই কেন্দ্র নিয়ে।’

    অন্যদিকে, ২০১৪ এবং ২০১৯ দুই লোকসভা নির্বাচনেই কলকাতা উত্তর কেন্দ্র থেকে BJP প্রার্থী করেছিল রাহুল সিনহাকে। কিন্তু, প্রতিবারই তাঁর ভোট ফলাফলের রিপোর্ট কার্ডে লেখা ছিল 'সেকেন্ড'।

    এবার 'পরীক্ষার্থী' বদল। কোথাও গিয়ে নিজের পুরনো মাঠে নতুন মুখের মাধ্যমেই 'স্কোরবোর্ড'-এ বদলের আশা করছেন রাহুল? তাপস রায়কে আলাদা করে ‘ফ্যাক্টর’ হিসেবে নির্বাচিত করতে নারাজ রাহুল সিনহা। তিনি বলেন, ‘এবারের তৃণমূলের ভোট ভাঙবে। প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের হয়ে দাঁড়ানোয় স্বাভাবিকভাবেই তৃণমূলের ভোটের একটা অংশ সেখানে যাবে। যে কংগ্রেস ভোট তৃণমূল পেত সেই সম্ভাবনাও থাকছে না। গোটা দেশে যদি মুখের কথা বলতে হয়, সেক্ষেত্রে একটাই মুখ-তিনি নরেন্দ্র মোদী। তাঁকে সামনে রেখেই সকলে লড়ছেন।’

    যদিও BJP নেতাদের দাবি উড়িয়ে দিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘তাপসবাবু ED-র ভয়ে ওই দলে গিয়েছেন। ওয়াশিং মেশিন দিয়ে পরিষ্কার হচ্ছেন। ওঁকে BJP কর্মীরাও বিশ্বাস করছেন না। পাশাপাশি ওই এলাকায় BJP-র কোনও সংগঠনই নেই। ফলে কী সেই সংগঠনকে নতুন করে জোড়া লাগিয়ে কি তাপসবাবুর পক্ষে লড়াই করা সম্ভব! আমার তো মনে হয় যা অবস্থা তাতে ওঁর জামানত বাজেয়াপ্ত হলেও অবাক হব না।’

    এদিকে আত্মবিশ্বাসী শোনাল রাজ্য BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্যকে। তিনি বলেন, ‘লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবেন তাপস রায়। এই নির্বাচনে একমাত্র যিনি ফ্যাক্টর তিনি নরেন্দ্র মোদী।
  • Link to this news (এই সময়)