Health Services : প্রত্যেককেই স্বাস্থ্য পরিষেবা নিজের আর্থিক সাধ্যের মধ্যে
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
এই সময়, রাজারহাট: চিকিৎসা জগতের আন্তর্জাতিক ক্ষেত্র কী ভাবে এগোচ্ছে, কলকাতার চিকিৎসকদের তারই সফল পাঠ দিয়ে শেষ হলো ‘কাহোকন-২০২৪’ সম্মেলন। দেশে স্বাস্থ্য পরিষেবা দেয় যে সব সংস্থা, তাদের এক সুতোয় গেঁথে চিকিৎসা পরিষেবাকে উন্নততর করার লক্ষ্যে আয়োজিত দু’দিনের এই আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সম্মেলন হয়েছিল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে।‘কমিটেড টু সেফার হেল্থ কেয়ার’-এর শপথ নেওয়া সংস্থা ‘কনসর্টিয়াম অফ অ্যাক্রেডিটেড হেল্থ কেয়ার অর্গানাইজে়শন’ (সিএএইচও বা কাহো)-এর উদ্যোগে আয়োজিত ওই সম্মলেনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন কোর্স, ওয়ার্কশপ, ট্রেনিংয়ের মাধ্যমে ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নতিসাধন। যাতে প্রত্যেক নাগরিকই তাঁর সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।
শনিবার সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল তাঁর বক্তৃতায় ওই সম্মেলনের উজ্জ্বল ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। রাজ্যপালের হাত থেকে পুরস্কার নেন স্বাস্থ্য পরিষেবা জগতের দিকপালরা। শনিও রবিবার দু’দিন মিলিয়ে প্রায় দু’হাজার প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেন। প্যানেল ডিসকাশন, সেমিনার, ক্যুইজ় এ সবের মাধ্যমে আধুনিক, নিরাপদ ও পকেট-ফ্রেন্ডলি স্বাস্থ্য ব্যবস্থার কথা তুলে ধরা হয়।
‘কাহো’র সভাপতি বিজয় আগরওয়াল বলেন, ‘স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিরা এই সম্মেলনের মাধ্যমে জোট বেঁধেছেন শুধু রোগীকে ভালো রাখার জন্য। আমাদের একটাই লক্ষ্য— ভারতের প্রতিটি নাগরিক যেন তাঁর প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পান তাঁদের আর্থিক ক্ষমতার মধ্যে।’
কাহো-র সাধারণ সম্পাদক, সিএমসি ভেলোরের লাল্লু জোসেফের বক্তব্য, ‘অষ্টম পর্যায়ের কাহোকন-২০২৪ কলকাতায় সফল ভাবে শেষ হয়েছে। এই সম্মেলনের বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনার থেকে প্রতিনিধিরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলেন, আগামী দিনে তা স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব ঘটাবে।’
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের গণ্ডি ছাড়িয়ে কলকাতা ও তার আশপাশের বিভিন্ন হাসপাতালেও ওয়ার্কশপের আয়োজন করেছিল কাহো। সেই হাসপাতালগুলোর অন্যতম বিপি পোদ্দার হাসপাতাল। নিউ আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের সেমিনার হল-এ দীর্ঘ সময় ধরে ‘ফান্ডামেন্টাল্স অফ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ নিয়ে আলোচন হয়।
হাসপাতালের মধ্যে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আধুনিকতম উপায়ও তুলে ধরা হয় সেমিনারে। চিকিৎসকদের পাশাপাশি এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মীরাও। হাসপাতালের চিফ অফ অপারেশন্স নম্রতা ভট্টাচার্য বলেন, ‘এটা অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও শিক্ষণীয় ওয়ার্কশপ।’ চিকিৎসার মান ও রোগীদের সুরক্ষার বিষয়ে এই ধরনের আরও একটি সেমিনারের আয়োজন করে মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতা।