Eid 2024 : ইদের দিন ট্রেনিং, উৎসব পালন করতে পারবেন না মুসলিম শিক্ষকরা?
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
নিজের সিদ্ধান্তের জেরে সর্বদাই খবরের শিরোনামে থাকেন বিহারের উচ্চশিক্ষা সচিব কে কে পাঠক। এবার ইদ-উল-ফিতরের দিন বিহারের শিক্ষকদের জন্য একটি ট্রেনিংয়ের নির্দেশিকা জারি করেছেন তিনি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইমারত সরিয়ার তরফ থেকে ইতিমধ্যেই মুখ্য সচিবকে একটি চিঠি লেখা হয়েছে। তীব্র আপত্তি জানিয়েছে মুসলিমদের এই সংগঠন।
সরকারের কাছে আর্জি মুসলিম সংগঠনেরইমারত সরিয়ার মহাসচিব মহম্মদ শিলভি অল কাসমি চিঠিতে লিখেছেন, '৮ এপ্রিল থেকে শুরু হওয়া আবাসীয় প্রশিক্ষণের তারিখ বদল করে দেওয়া হোক। মুলসিমদের সবচেয়ে বড় পরবের সময় দেশজুড়ে সরকারি ছুটি থাকবে। অথচ আবাসীয় প্রশিক্ষণের জেরে বিহারের মুসলিম শিক্ষকরা ইদ পালন করতে পারবেন না। তাদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।'তীব্র অসন্তোষ মুসলিম শিক্ষকদের মধ্যেউল্লেখ্য, ৮ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিহারে চলবে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির। এর আগে হোলির সময়ও শিক্ষকদের ট্রেনিং রাখা হয়েছিল। ছয় দিনের ট্রেনিংয়ে ১৯ হাজারের বেশি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিহারের সকল ছয় লাখ শিক্ষককে ট্রেনিং দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। তবে ট্রেনিং সেন্টারের সংখ্যা কম হওয়ার কারণে এক লপ্তে কেবলমাত্র ১৯ হাজার শিক্ষকের ট্রেনিংয়ের দিন নির্ধারিত হয়েছে।
হোলির সময় প্রশিক্ষণ ফেলায় শিক্ষক সংগঠন এবং রাজনীতিবিদরা তারিখ বদলের দাবি তুলেছিলেন। তবে উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাতে আমল দেওয়া হয়নি। অনুমান করা হচ্ছে, ভারতে ১০ কিংবা ১১ এপ্রিল ইদ পালিত হতে পারে। তবে প্রশিক্ষণ থাকায় অনেক মুসলিম শিক্ষকই খুশির ইদের পরবে সামিল হতে পারবেন না। শিভলি আল কাসামি তাঁর দেওয়া চিঠিতে আরও বলেন, 'ইদের দিন কী ভাবে ট্রেনিং নিতে পৌঁছবেন মুসলিম শিক্ষকরা? পবিরারের সঙ্গে এই খুশির উৎসবে সামিল হতে পারবেন না তাঁরা? সরকারের কাছে আমার আবেদন, আবাসীয় ট্রেনিংয়ের তারিখ বদল করা হোক যাতে মুসলিম শিক্ষকরা পরিবারের সঙ্গে ইদ-উল-ফিতরে অংশ নিতে পারেন।'
ভারতে খুশির ইদ কবে?সৌদি আরবে পবিত্র রমজান মাসের শুরু হয়েছে গত ১১ মার্চ। তবে ভারতে একদিন বাদে রমজানের পবিত্র চাঁদ দেখা গিয়েছিল। ফলে এ দেশে রোজা রাখা শুরু হয় ১২ মার্চ থেকে। হিসেব অনুযায়ী, সৌদি আরবের একদিন বাদে ভারতে ইদ পালিত হওয়ার কথা। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে আগামী ১০ এপ্রিল বুধবার পবিত্র ইদ-উল-ফিতর উদযাপনের সম্ভাবনা। ধ্য প্রাচ্যের দেশগুলিতে ইদ অনুষ্ঠিত হওয়ার একদিন পর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলিতে ইদ-উল-ফিতর পালিত হয়। সেই হিসেব ধরলে ভারতে ইদ পালিত হবে আগামী ১১ এপ্রিল।