প্রথম দফায় লোকসভা ভোট হবে ছত্তিশগড়ে বস্তার লোকসভা আসনে। প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী দুই শিবির। এই আবহে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁইয়ের একটি ভিডিয়ো ক্লিপ। ওই ভিডিয়োতে শোনা গিয়েছে একটি প্রচার সভা থেকে বিষ্ণু দেও সাই রাজনন্দগাঁও থেকে কংগ্রেসের লোকসভা প্রার্থী ভূপেশ বাঘেলকে বিজয়ী করার আবেদন জানিয়েছেন। বিষ্ণুর এই বক্তব্য ভাইরাল হতে প্রশ্ন ওঠে আদৌ কি তিনি একথা বলেছেন? বিজেপির হয়ে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করে এত বড় ভুল করলেন বিষ্ণু? উঠছে প্রশ্ন। এরপরই ভিডিয়োটি আসল নাকি ভুয়ো তা নিয়ে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে দেখা যায় ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। কংগ্রেস প্রার্থীকে জেতানোর কথা মোটেও বললেননি ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর।বিশ্ব নিউজের অনুসন্ধানে ভিডিয়োতে যা দাবি করা হয়েছে তা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়েছে। অনুসন্ধানে দেখা গিয়েছে ভিডিয়ো আসলে সম্পাদিত। বক্তব্যের কিছুটা অংশ কেটে তা আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে। বক্তব্যের আগের কথাগুলো বাদ দেওয়া হয়েছে। যার ফলে এমনটা মনে হচ্ছে যেন ভূপেশ বাঘেলকেই জেতাতে আর্জি জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তা কিন্তু একেবারেই নয়।
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি ভূপেশ বাঘেলের ফ্যান পেজ শেয়ার করেছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁইকে বলতে শোনা যায়, 'ভূপেশ বাঘেল মনোনয়ন জমা দিয়েছেন। আপনারা সকলে রাজনন্দগাঁওতে ভূপেশ বাঘেলকে জয়ী করান।' একাধিক সোশ্যাল মিডিয়া ব্য়বহারকারী অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে ভিডিয়ো।
বিষ্ণু দেও সাঁইয়ের নামে ভুয়ো দাবিতে ভিডিয়োর স্ক্রিনশট
তদন্ত
বিশ্ব নিউজ এই ভিডিয়োটি সত্য নাকি ভুয়ো তা জানতে অনুসন্ধান চালায়। গুগুলে এই সংক্রান্ত খবর খুঁজতে গিয়ে বেশ কয়েকটি রিপোর্ট বেরিয়ে আসে। তারই মধ্যে একটি খবর ছিল বিজেপি ছত্তিশগড় ভাইরাল সম্পাদিত ভিডিও নিয়ে সিভিল লাইনস থানায় একটি এফআইআর দায়ের করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, হয়েছে, ভাইরাল ভিডিয়ো ক্লিপটি এপ্রিলে অনুষ্ঠিত সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইয়ের বক্তৃতার পরিবর্তিত সংস্করণ। আসল ভিডিয়োটিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেছিলেন, 'রাজনন্দগাঁওতে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন ভূপেশ বাঘেল। সেখানকার এক সভায় কংগ্রেস নেতা চরণদাস মোহান্তকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানিয়েছেন ভূপেশ বাঘেল। এই চরণজিৎই প্রধানমন্ত্রীকে নিশানা করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ভূপেশ বাঘেলকে জেতানোর নাম করে প্রধানমন্ত্রী বিরুদ্ধে আপত্তিকর শব্দ প্রয়োগ করেন। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে এমন মন্তব্য কি কোনও বিরোধী নেতার গলায় শোভা পায়? আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।' আসল ভিডিয়োটি শেয়ার করা হয়।
এই বক্তব্যটির একটি অংশ কেটে ভাইরাল করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বক্তব্য়টির আগের অংশ ও পরের অংশ কেটে দেওয়া হয়েছে। আর এতেই মনে হচ্ছে যেন বিষ্ণু যেন ভূপেশকে ভোট দেওয়ার সমর্থনে কথা বলেছেন। মুখ্য়মন্ত্রী বিষ্ণু দে সাঁইয়ের আসল ভিডিয়োটি 'নিউজ ২৪ এমপি ও ছত্তিসগড়'-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও পাওয়া যাচ্ছে।
ভিডিয়োটির ৩ মিনিট ১১ সেকেন্ড থেকে শুনলেই ভাইরাল ক্লিপের প্রসঙ্গ স্পষ্ট হয়ে যায়। মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী ভূপেশ বাঘেলের জয়ের জন্য আবেদন করছেন না। ইতিমধ্য়েই ভাইরাল ভিডিয়োর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ও তদন্ত শুরু হয়েছে।
সিদ্ধান্ত
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই কংগ্রেস প্রার্থী ভূপেশ বাঘেলের সমর্থনে ভোট দেওয়ার দাবি করে যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। নির্বাচনী প্রচারণার জন্য এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। ভিডিয়োটি এডিট করে শেয়ার হয়েছে। বিষ্ণু দেও সাঁই এমন কোনও মন্তব্য করেননি।
(This story was originally published by Vishvas News, and republished by Ei Samay Digital as part of the Shakti Collective.)