• Eid 2024 Date In India : সৌদির আকাশে সোমবারই পবিত্র চাঁদ, ভারতে ইদ-উল-ফিতর কবে?
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে সোমবারই দেখা মিলতে পারে ইদের পবিত্র চাঁদের। আর তেমনটা হলে মঙ্গলবার, ৯ এপ্রিলই সে দেশে পালিত হবে খুশির ইদ। ভারতে ইদ-উল-ফিতর কবে উদযাপিত হবে?ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, নবম মাসে পালিত হয় ইদ-উল-ফিতর। তবে এই খুশির ইদের দিনক্ষণ নির্ভর করে চাঁদ দেখার উপর। ভারতে সেই দিনক্ষণ কবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    সৌদিতে সোমবারই ইদের পবিত্র চাঁদ?শাওয়াল বা পবিত্র এই নবম মাসে চাঁদ দেখা নিয়ে সৌদি আরবের সুপ্রিম কোর্ট নাগরিকদের উদ্দেশে একটি বিবৃতি জারি করেছে। সোমবারই খালি চোখে সৌদির বাসিন্দাদের চাঁদ দেখার জন্য আহ্বান জানিয়েছে সৌদি সরকার। খালি চোখে বা দূরবীণ ব্যবহার করে নতুন মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে তা সঙ্গে সঙ্গে নিকটবর্তী আদালত বা কেন্দ্রকে জানাতে বলা হয়েছে। সৌদি আরবে পবিত্র রমজান মাসের শুরু হয়েছে গত ১১ মার্চ। তবে ভারতে একদিন বাদে রমজানের পবিত্র চাঁদ দেখা গিয়েছিল। ফলে এ দেশে রোজা রাখা শুরু হয় ১২ মার্চ থেকে। হিসেব অনুযায়ী, সৌদি আরবের একদিন বাদে ভারতে ইদ পালিত হওয়ার কথা।

    ভারতে খুশির ইদ কবে?জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর রমজান মাস ৩০ দিনের হতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে আগামী ১০ এপ্রিল বুধবার পবিত্র ইদ-উল-ফিতর উদযাপনের সম্ভাবনা। সাধারণত মধ্য প্রাচ্যের দেশগুলিতে ইদ অনুষ্ঠিত হওয়ার একদিন পর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলিতে ইদ-উল-ফিতর পালিত হয়। সেই হিসেবে আগামী ১১ এপ্রিল খুশির ইদ পালন করবে এই তিন দেশ।

    পাকিস্তানে কবে ইদ?এদিকে, পাকিস্তানে ইদ-উল-ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সে দেশের আবহাওয়া দফতর। আগামী ৯ এপ্রিল দেখা যাবে ইদের পবিত্র চাঁদ। সেই অনুযায়ী, আগামী ১০ এপ্রিল ইদ-উল-ফিতর পালন করা হবে পাকিস্তানে। যদিও আনুষ্ঠানিকভাবে ইদের কোনও ঘোষণা এখনও হয়নি পড়শি এই মুসলিম দেশে। পাকিস্তানের আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৯ এপ্রিল ইদের পবিত্র চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা। ফলে ১০ এপ্রিল ইদ-উতর-ফিতর পালন করা হবে। পড়শি দেশের মৌসম ভবনে তরফে জানানো হয়েছে, পবিত্র চাঁদ আগামী ৯ এপ্রিল ৫০ মিনিটের জন্য দেখা যাবে। সেই অনুযায়ী, ১০ এপ্রিল পবিত্র ইদ-উল-ফিতর পালন করা যাবে। পাকিস্তানের দক্ষিণ অংশ থেকে মূলত চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উত্তর অংশে মেঘলা আকাশ থাকায় চাঁদ দেখার সম্ভাবনা সেদিন কম থাকবে।
  • Link to this news (এই সময়)