Lok Sabha Election: ভোট প্রচারে বেরিয়ে গুরুতর অসুস্থ! হৃদরোগে আক্রান্ত লোকসভা ভোটের প্রার্থী
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচন দোরগোরায়। প্রচার ময়দানে নেমে পড়ছে রাজনৈতিক দলগুলি। জোরকদমে চলছে প্রচার। তবে এরই চাঁদিফাটা গরমে নাভিশ্বাস উঠছে দেশবাসীর। চৈত্র মাস শেষের আগে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। লোকসভা প্রচারে নেমে গুরুতর অসুস্থ সমাজবাদী পার্টির প্রার্থী। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ। গোরখপুর লোকসভা আসন থেকে লড়ছেন কাজল। তাঁকে গোরখপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ৭ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন কাজ। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ওই দিন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর তাঁকে চিকিৎসকলা লখনউয়ের মেদান্ত হাসপাতালে রেফার করেন।কাজলের স্বামী সঞ্জয় নিষাদ জানিয়েছেন, আগে থেকে রক্তচাপ ও হার্ট সংক্রান্ত কিছু সমস্যা ছিল কাজলের। কাজলের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবকেও।
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায়, ৫ এপ্রিল একটি জন সমাবেশের সময় তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। প্রচণ্ড গরমে আচমকা অজ্ঞান হয়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা জানিয়েছেন, ডিহাইড্রিশন ও রক্তচাপের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েন কাজল। ৭ এপ্রিল কাজলের স্বাস্থ্যের অবস্থার অবনতি হয় চিকিৎসাধীন অবস্থায়। বুকে ব্যথা অনুভব করেন। ইসিজি করেন চিকিৎসকরা। এরপরই চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন কাজল।
কাজলের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে সামনে ভিড় জমান তাঁর অনুরাগীরা। দেখতে আসেন নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা। তবে চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বর্তমানে কাজলের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, রাজনীতির ময়দানে পা রাখার আগে টেলিভিশন অভিনেত্রী ছিলেন কাজল। একাধিক ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন দর্শক মহলের। ২০১২ সালে রাজনীতির উঠোনে পা রাখা। কংগ্রেসের টিকিটে গোরখপুর গ্রামীণ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৭ সালে গোরখপুরের ক্যাম্পিয়ারগঞ্জ বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান। এবার গোরখপুরে আসনে কাজলের মুখোমুখি হবেন বিজেপি সাংসদ রবি কিষাণ।
প্রসঙ্গত, উত্তরদেশে ৬ টি আসনে প্রাথী দিয়েছে সমাজবাদী পার্টি। তৃণমূল কংগ্রেসকে একটি আসন ছেড়ে দিয়েছে তরা। ভাদই আসনটি তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দিল সমাজবাদী পার্টি। সমাজবাদী পার্টির প্রধান আখিলেশ যাদব এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মধ্যে সম্পর্ক বরাবর ভালো। সেই সম্পর্ক আরও এগিয়ে নিয়ে গেলেন অখিলেশ যাদব।