• গোমাংস খান কঙ্গনা? কংগ্রেসের অভিযোগের জবাব বিজেপি প্রার্থীর
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • কঙ্গনা রানাউত গোমাংস ভক্ষণকারী। আর তাঁকেই টিকিট দিয়েছে BJP। এমন অভিযোগ তুলে সরব হয়েছিল কংগ্রেস। এবার সেই অভিযোগের পালটা জবাব দিলেন BJP-র মাণ্ডির লোকসভা প্রার্থী। আদৌ কি তিনি গোমাংস ভক্ষণ করেন? এক্স হ্যান্ডেলে ফাঁস করলেন অভিনেত্রী রাজনীতিবিদ।

    কঙ্গনার জবাবএকটি বিবৃতি জারি করে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাউত জানালেন, গোমাংস কেন, তিনি কোনও ধরণের মাংসই খান না। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে কঙ্গনা বিষয়টিকে 'ভুয়ো' এবং 'লজ্জাজনক' বলে উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডেলে কঙ্গনা লিখেছেন, 'আমি যোগী এবং আয়ুর্বেদিক জীবনদর্শন মেনে চলি এবং তা প্রচার করি। এক দশকেরও বেশি সময় ধরে এমন জীবনযাত্রা আমার। ফলে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য যে সমস্ত ট্রিক নেওয়া হয়েছে, তা কাজে আসবে না।' তিনি এও জানিয়েছেন, ঘনিষ্ঠমহলে তিনি গর্বিত হিন্দু হিসেবেই পরিচিত। কেউ সেই ধারণাকে বিভ্রান্ত করতে পারবে না। পোস্টের শেষে কঙ্গনা 'জয় শ্রীরাম' লিখেছেন।

    কঙ্গনাকে সমর্থন করে BJP নেত্রী সইনা এন সি বলেন, 'কোন সাহসে কঙ্গনা রানাউতকে টিকিট দেওয়া হল বলে প্রশ্ন করল কংগ্রেস? তিনি গোমাংস ভক্ষণকারী নন। কংগ্রেস অবশ্য এই প্রথম অবমাননাকর মন্তব্য করেনি।'

    Kangana Ranaut on Rahul Gandhi : মান্ডির প্রচারে কঙ্গনার নিশানায় রাহুল গান্ধী

    কী অভিযোগ ছিল কংগ্রেসের?গোমাংস ভক্ষণ নিয়ে হিমাচল প্রদেশের কংগ্রেস নেতা তথা পূর্ত মন্ত্রী বিক্রমাদিত্য সিং কঙ্গনা রানাউতকে তীব্র কটাক্ষ করেন। বিফ খাওয়ার একটি পুরনো মন্তব্য নিয়ে BJP প্রার্থীকে আক্রমণ করেন তিনি। অভিনেত্রী রাজনীতিবিদের নাম না করেই সোশ্যাল মিডিয়ায় বিক্রমাদিত্য সিং লেখেন, 'হিমাচল দেবদেবীদের পবিত্র স্থান। দেবভূমি বলা হয় এটিকে। এখানে গোমাংস ভক্ষণকারীরা ভোটে লড়ছেন। এটা আমাদের সংস্কৃতির জন্য উদ্বেগের বিষয়। যার রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই সেও টিকিট পাচ্ছে।'

    ফেসবুকে কী লিখেছিলেন কঙ্গনা?হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভার BJP প্রার্থী কয়েকবছর আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'গোমাংস কিংবা অন্য কোনও মাংস খাওয়া অপরাধ নয়। এটার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।' কঙ্গনার ভাই মাংস খান কিন্তু সে কারণে ভাই তাঁর চেয়ে কম হিন্দু এমনটা বিশ্বাস করেন না অভিনেত্রী। সে সময় লুধিয়ানার নবনীত গোপি নামে এক ব্যক্তি অভিনেত্রীর বিরুদ্ধে পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে একটি মামলাও দায়ের করেছিলেন। কঙ্গনা নিজের পোস্টের মাধ্যমে গোমাংস ভক্ষণ করার জন্য মানুষকে প্রভাবিত করছে। এটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। যদিও পরবর্তীতে এই মামলায় ক্লিন চিট পেয়ে যান কঙ্গনা। এই মামলাটিকে খারিজ করে দেয় হাইকোর্ট।
  • Link to this news (এই সময়)