• মহাকালেশ্বর মন্দিরে তরুণীদের রিলস বানানো নিয়ে বিবাদ! নিরাপত্তাকর্মীদের উদম মার
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • সাম্প্রতিক সময়ে টিনেজারদের মধ্য়ে রিলস বানানো যেন অভ্য়াসে দাঁড়িয়েছে! শুধু টিনেজার বললে অবশ্য একটু ভুল বলা হবে, বয়স্কদের মধ্যে রিলস বানানোর প্রবণতা নেহাত কম নয়। পথেঘাটে, হাটেবাজারে, ঘুরতে গিয়ে রিলস না বানালেই যেন নয়!যে কোনও মুহূর্তকে ক্যামেরাবন্দি করে আর একটু পরিষ্কার করে বললে ভিডিয়ো করে রিলস-এর আকারে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা। আর তারপর হাজার হাজার লাইক-কমেন্টর কুড়োনোর আশায় বুক বাঁধা, এই হল উদ্দেশ্য়। সারা দিনে সোশ্য়াল মিডিয়ায় ঘোরাফেরা এরকম কোটি কোটি রিলস। তার মধ্য়ে বহু রিলস ভাইরাল হয়, কোনওটা প্রশংসার গুণে কোনওটা আবার নিন্দার জন্য। তবে রিলস করতে গিয়ে সাম্প্রতিক সময়ে অনেত দুর্ঘটনার খবরও সামনে আসছে। এবার মধ্য প্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে রিলস তৈরি নিয়ে বিবাদ।মহাকালেশ্বর মন্দিরে একদল তরুণীর রিলস তৈরি নিয়ে বিবাদ। মন্দিরের নিরাপত্তা কর্মীদের তাঁদের হাতাহাতি হয় বলে অভিযোগ। থানায় অভিযোগও দায়েকর হয়েছে। সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ।

    ঘটনাটি কী?

    এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ৬ এপ্রিল। শিবানী পুষ্পদ, সন্ধ্যা প্রজাপতি এবং সঙ্গীতা চাঙ্গাসিয়া প্রাইভেট সিকিউরিটি এজেন্সি কোম্পানি ক্রিস্টালের হয়ে কাজ করেন। গত ৬ এপ্রিল মহাকালেশ্বর মন্দিরে কর্মরত ছিলেন তাঁরা। ওই দিন মন্দিরে আসা এক দল তরুণী মন্দির চত্বরেই রিলস তৈরি করতে থাকেন। অভিযোগ, তরুণীরা 'ফোটগ্রাফি নিষিদ্ধ' চত্বরেই ভিডিয়ো করছিল। আর এতেই বাধা দেন নিরাপত্তাককর্মীরা। এরপর ওই মহিলা নিরাপত্তাকর্মীদের সঙ্গে বচসা বাধে তরুণীদের। বিবাদ গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, বিবাদের সময় চার-পাঁচজন তরুণী তিন মহিলা নিরাপত্তাকর্মীদের মারধর করে বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটজেও প্রকাশ্যে এসেছে।

    ঘটনায় মন্দির কমিটির তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। পলক ও পরী নামে দুই তরুণী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মন্দির কমিটি। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তিন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলায় রুজু করেছে।

    এনিয়ে কী জানিয়েছে পুলিশ?

    ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত রাঠোর বলেন, 'রিলস বানাচ্ছিল তরুণীরা। তাদের বাধা দেন নিরাপত্তাকর্মীরা। এই নিয়ে দুই মেয়ে ও আরও কয়েকজন মিলে তিন মহিলা নিরাপত্তাকর্মীকে মারধর করে। ঘটনার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে।' তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষের তরফে অভিযোগও দায়ের হয়েছে। পুলিশ FIR নথিবুক্ত করে পরবর্তী পদক্ষেপ করছে।
  • Link to this news (এই সময়)