• ভূপতিনগরকাণ্ডে ৩ নেতাকে তলব NIA-র, দিল্লিতে কমিশনের দ্বারস্থ TMC-র প্রতিনিধি দল
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • NIA আধিকারিকদের উপর হামলা বিতর্কের মাঝেই তৃণমূলের তিন নেতাকে তলব করা হল। ডাক পড়লো তৃণমূলের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পইড়া, সুবীর মাইতি ও নবকুমার পাণ্ডারকে নোটিস দিয়েছে NIA । অন্যদিকে, নির্বাচনী আদর্শ আচরণবিধির মাঝে কেন্দ্রীয় এজেন্সির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ ১০ সদস্যের প্রতিনিধি দল।ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে আরও তৎপর NIA । শনিবারের পর রবিবারও ওই এলাকায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নারুয়াবিলা সংলগ্ন বেশ কয়েকটি গ্রামে NIA অভিযান চালায়। কেন্দ্রীয়বাহিনীর একটি বড় দল নিয়ে অভিযান চলে এদিন। প্রায় ৫০ জন জওয়ান ছিলেন সেখানে। সূত্রের খবর, ভূপতিনগরকাণ্ডে NIA র স্ক্যানারে তিন তৃণমূল নেতা।

    ঘটনায় পাঁচ তৃণমূল নেতার নাম উঠে আসে। তিন তিনবার নোটিশ করা হলেও পরপর শেষ দুবার ভোটের অজুহাত দেখিয়ে কেউ হাজিরা দেয়নি বলে জানা গিয়েছে। যার মধ্যে দুজনকে গ্রেফতার করেছে NIA । এখনো ধরাছোঁয়ার বাহিরে তৃণমূলের জেলা পরিষদে পূর্ত কর্মাধ্যক্ষ মানবকুমার পড়েয়া, সুবীর মাইতি ও নবকুমার পাণ্ডা। তাদের ফের নোটিস দিয়েছে NIA । সোমবার তাদের হাজিরা দিতে বলা হয়েছে। শনিবারই তিনজনের বাড়িতে তল্লাশি অভিযান চলে। সোমবার নিউটউনে NIA দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁদের।

    Shashi Panja on Bhupatinagar Incident : 'ভূপতিনগরে কোনও হামলা হয়নি' বললেন শশী পাঁজা

    ২০২২ সালের ডিসেম্বর মাস। নাড়ুয়াভিলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বিস্ফোরণ হয়। তা নিয়ে তোলপাড় হয়েছিল জেলা। সেই ঘটনার তদন্তভার যায় NIA র হাতে। শুক্রবার মধ্যরাতে মোট ৫টি জায়গায় তল্লাশি চালায় NIA । ভূপতিনগরে তদন্তে গিয়ে আক্রান্ত হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই NIA র তরফে গোটা ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে দাবি করা হয়েছে। এলাকায় যাতে নতুন করে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে।

    গতকালই এন আই এ'র এই ধরনের ঘটনার পর গ্রেফতার হওয়া দুই ব্যক্তির বাড়িতে যায় চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ সহ রাজ্য ও জেলার তৃণমূল নেতৃত্ব। পরিবারের সঙ্গে দেখা করেনে। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। এখন দেখার আজ বাকি তিনজন হাজিরা দেয় কি না।

    অন্যদিকে, দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে দশ সদস্যের AITC প্রতিনিধিদল কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলো। আজই বিকালে তারা দেখা করবে এবং তাঁদের দাবি জানাবে। এই দশ প্রতিনিধি দলে থাকছেন শ্রী ডেরেক ও'ব্রায়েন, নেতা, AITC সংসদীয় দল, রাজ্যসভা, সাংসদ শ্রী মোহাম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, প্রাক্তন বিধায়ক বিবেক গুপ্ত, বিধায়ক, প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ, ডঃ শান্তনু সেন, প্রাক্তন সাংসদ, আবির রঞ্জন বিশ্বাস, ছাত্র পরিষদ নেতা সুদীপ রাহা। মূলত, বিজেপি যেভাবে নির্বাচন বিধি ভেঙে ইডি, সিবিআই, এনআইএ সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে দিয়ে বেছে বেছে বিরোধীদের টার্গেট করছে তার বিরুদ্ধেই আজ অভিযোগ জানাবেন তাঁরা।
  • Link to this news (এই সময়)