• CV Ananda Bose: শুভেন্দুর আবেদনে সাড়া, নিহত BJP কর্মীর বাড়িতে রাজ্যপাল, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
  • CV Ananda Bose:

    পিংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (Cv Ananda Bose)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আবেদনে সাড়া দিয়ে শেষমেশ নিহত BJP কর্মীর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের (Governor)। পরিবারটির পাশে থাকার আশ্বাস রাজ্যের সাংবিধানিক প্রধানের। ‘খুনির রাজনৈতিক পরচিয় হয় না, খুনি খুনিই হয়।’ নিহত BJP কর্মীর বাড়িতে গিয়ে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)