According To Suvendu Adhikari Who Is Main Opponent Of BJP In Lok Sabha Election 2024:
লোকসভা ভোটের একমাস আগে থেকেই কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। বিগত পঞ্চায়েত ভোটের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে বাংলার পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল বিরোধীদের। এবার তাই নিরপেক্ষতার স্বার্থে আগেভাগেই পদক্ষেপ করেছে কমিশন। যদিও কমিশনের পদক্ষেপকে ‘অতি সক্রিয়তা’ বলে দাবি করেছে শাসক দল তৃমিূল। শান্তিপূর্ণ ভোটের স্বার্থে এ দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল কমিশন দফতরে যান। পুলিশ পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁরা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ন্ত্রণের আর্জি জানান।