• Dilip Ghosh: প্রচারে বেরিয়ে ঘোর অস্বস্তিতে ‘ডাকাবুকো’ দিলীপ! কী এমন করলেন মহিলারা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
  • Go-Back Slogan To Dilip Ghosh:

    প্রাতর্ভ্রমণ সেরে দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে ‘চায়ে পে চর্চা’য় যোগ দিতে গিয়েছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তখন সবে মাত্র পৌঁছেছেন পদ্ম শিবিরের ‘ডাকাবুকো’ এই নেতা। তারপরই হইহইকাণ্ড। দিলীপ ঘোষকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান তুললেন একদল মহিলা সহ বেশ কয়েকজন। পাল্টা ওঠে ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও। সাময়িক উত্তেজনা ছড়ায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)