• Bhupatinagar NIA Investigation: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার বড় পদক্ষেপ এনআইএ-র, আজই হেস্তনেস্ত?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
  • NIA Investigation On Bhupatinagar Case:

    ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছিল এনআইএ। এবার একই ঘটনার তদন্তে অভিযুক্ত স্থানীয় তিন তৃণমূল নেতাকে তলব করল জাতীয় তদন্তকারী সংস্থা। এই তিন জন হলেন মানবকুমার পইড়া, সুবীরকুমার মাইতি এবং নবকুমার পণ্ডা। এই তিন তৃণমূল কর্মীকেই সোমবার কলকাতায় এনআইএ দফতরে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)