Ram Navami-VHP: ‘এবছর ঐতিহাসিক রাম নবমী দেখবে বাংলা’, মমতার দাঙ্গা আশঙ্কার পাল্টা VHP
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
Ram Navami-Mamata Banerjee:
গতকালই পুরুলিয়ার হুড়ায় নির্বচনী জনসভা থেকে রাম নবমীর (Ram Navami) দিন ‘দাঙ্গা’র আশঙ্কার কথা শোনা যায় স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখ থেকে। তা নিয়ে BJP মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুমুল সমালোচনা করেছে। এবার বিশ্ব হিন্দু পরিষদের (Vishva Hindu Parishad) তরফেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া মিলেছে। একইসঙ্গে এবারের রাম নবমী পালনে বিরাট চমকের কথাও শুনিয়েছেন VHP-র এই নেতা।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)