K Kavitha: আদালতে বড় ধাক্কা, জামিনের আবেদন খারিজ কেসিআর কন্যার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৮ এপ্রিল ২০২৪
দিল্লি আফগারি নীতি মামলায় ধৃত BRS নেত্রী কবিতার জামিনের আবেদন খারিজ করেছে অ্যাভিনিউ আদালত। ইডি গত মাসে কেসিআর কন্য কে কবিতাকে এই মামলায় গ্রেফতার করে। এরপর থেকে তিনি তিহার জেলে বন্দী।