• মোজাম্বিকে কলেরার ভয়ে পালাতে গিয়ে নৌকা ডুবে মৃত ৯০
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মোজাম্বিকের উত্তর উপকূলে একটি নৌকা ডুবে ৯০ জনের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া নৌকায় ১৩০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকা থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেছে। নিহতের সংখ্যা ৯০ জনের বেশি হতে পারে।নামপুলা প্রদেশের কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তা ছাড়া একজন প্রাদেশিক মন্ত্রী বলেছেন, কলেরার প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিহতরা কোথাও পালিয়ে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। অতিরিক্ত যাত্রী তোলার কারণে নৌকাটি ডুবে যায়।গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরমধ্যে নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের হিসেবে, চলামন প্রাদুর্ভাব গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ। ২০২৩ সালের অক্টোবর থেকে মোজাম্বিকে অন্তত ১৩ হাজার ৭০০ জন কলেরায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩০ জন মারা গেছেন।
  • Link to this news (আজকাল)