• আবেগের বিস্ফোরণ বিমানবন্দরে, হুডখোলা বাসে নিয়ে যাওয়া হল চ্যাম্পিয়নদের...
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দমদম বিমানবন্দরে সমর্থকদের আবেগের বিস্ফোরণ। দল কলকাতায় পৌঁছনোর অনেক আগে থেকেই ভিড় জমিয়েছিল সমর্থকরা। সাদা কালো পতাকার ছেয়ে যায় বিমানবন্দর চত্বর। টিমের বাস ঘিরে চলে উৎসব। পতাকা, ঢাক, ঢোল, ব্যান্ড সবই ছিল। কোচ আন্দ্রে চের্নিশভ বেরোনো মাত্র তাঁকে কোলে তুলে নেয় সমর্থকরা। চলে নাচানাচি। মালা, ফুলের স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। আবেগে ভেসে যান রাশিয়ান কোচও। একমুখ হাসি নিয়ে দু"হাত শূন্যে তুলে সমর্থকদের সঙ্গে উৎসবে গা ভাসিয়ে দেন। চের্নিশভকে মালা পরিয়ে স্বাগত জানান সাদা কলোর কর্তা বেলাল আহমেদ। আই লিগ জয়ী দলের সব ফুটবলারকেই ফুল, মালা দিয়ে স্বাগত জানানো হয় বিমানবন্দরে। দলের মিডফিল্ড জেনারেল তন্ময় ঘোষ বলেন, "সাপোর্টারদের এত ভালবাসা, সমর্থন ছিল বলেই আমরা আই লিগ জিততে পেরেছি। এত সমর্থক দেখে দারুণ লাগছে। পরের বছর থেকে কলকাতার তিন ক্লাবই আইএসএল খেলবে। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।" শিলং থেকে সন্ধে সাতটায় নামার কথা ছিল আই লিগ জয়ীদের। তাঁদের অভ্যর্থনা জানাতে কাতারে কাতারে সমর্থক উপস্থিত ছিল। মজুত ছিল হুডখোলা বাস। কলকাতা লিগ জয়ের পর ঘোড়ার গাড়ি করে ভিক্টোরিয়া থেকে ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল কোচ এবং ফুটবলারদের। এদিন হুডখোলা বাসে ক্লাবতাঁবুতে নিয়ে যাওয়া হয় গোটা দলকে। সেখানে চলে একদফা উৎসব। সমর্থকের ঢল অপেক্ষা করছিল ক্লাবে। কর্তা, কোচ, ফুটবলারদের নিয়ে চলে ফটোসেশন। ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)