• ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ৩ তৃণমূল নেতাকে তলব
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভোটের আগে তৎপর এনআইএ। ভূপতিনগর কাণ্ডে ২জনকে গ্রেপ্তার করার পর, এবার তিন তৃণমূল নেতাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর তেমনটাই। সোমবার ওই তিন নেতাকে সংস্থার দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই তিনজনের নাম মানবকুমার পইরা, সুবীরকুমার মাইতি এবং নবকুমার পন্ডা। ২০২২-এর বিস্ফোরণের তদন্তে ভোটের মুখে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ ওঠে, সন্দেশখালির পর পুনরায় আক্রান্ত এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে অভিযোগ ওঠে এনআইএ আধিকারিকদের নামেও। ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের হয়, অভিযানের সময় শ্লীলতাহানি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রবিবার একগুচ্ছ তথ্য সামনে আনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘটনায় বিজেপির যোগসাজশের অভিযোগ তোলা হয়, সঙ্গেই জানানো হয় বিষয়টি নিয়ে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এসবের মাঝেই রবিবার বিকেলে বিবৃতি দিয়ে নিজেদের বক্তব্য জানায় এনআইএ। জানিয়ে দেয় তাঁদের তদন্ত ছিল আইনসম্মত, আদালতের নির্দেশেই অভিযান চলেছিল। বিবৃতিতে তারা জানাল, যেসব অভিযোগ উঠেছে, তা দুর্ভাগ্যজনক। একই সঙ্গে জনানো হয়ে, অভিযান চালানোর সময় আধিকারিকরা বিক্ষোভ এবং আক্রমণের সম্মুখীন হয়েছিলেন। তাঁদের কাজে বাধা দেওয়া হয়েছিল। তারপরেই সোমবার ভূপতিনগর কাণ্ডে তলব করা হল তিন তৃণমূল নেতাকে ।
  • Link to this news (আজকাল)