• দক্ষিণবঙ্গে বাজ পড়ে মৃত ৩
    আজকাল | ০৮ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তীব্র গরম থেকে বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও, বিষাদ ছড়াল একাধিক এলাকায়। দক্ষিণবঙ্গে বাজ পড়ে প্রাণ হারালেন তিনজন। আহত একাধিক। ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে বহু জায়গায়। রবিবার তুমুল ঝড়বৃষ্টির পাশাপাশি বজ্রাঘাতে হুগলির তারকেশ্বর, উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও বর্ধমানের মেমারিতে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুরে ঝড়ের তাণ্ডবে একটি সেতু থেকে পড়ে যায় চারচাকা গাড়ি। আহত হন ২ জন। ব্যাপক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ততপক্ষে ৩০টি বাড়ি। গতকাল কলকাতায় ধর্মতলায় বাজ পড়ে মেট্রো মলের পিলারের একাংশ ভেঙে পড়ে। যদিও ঘটনায় কেউ আহত হননি। গত সপ্তাহেই ঝড়বৃষ্টিতে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পাঁচজন প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন তিন শতাধিক মানুষ। ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার।
  • Link to this news (আজকাল)