• 'রাজ্যে পুলিশই মূল প্রতিপক্ষ,' ভূপতিনগর নিয়ে কমিশনের মুখাপেক্ষী শুভেন্দু
    আজ তক | ০৮ এপ্রিল ২০২৪
  • সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রতিনিধিদল বিএসএফ গেস্ট হাউসে গিয়েছিলেন।  রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক প্রাক্তন আইপিএস অফিসার অনিল কুমার শর্মার সঙ্গে বৈঠক করেন তাঁরা। সেখান থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, 'ভোট পরবর্তী হামলায় ১২ হাজার এফআইআর হয়েছে। সিট গঠন হয়েছে। ৬১টা এফআইআর সিবিআই করেছে। আমরা সেই কপিগুলো দিয়েছি। আমরা বলেছি ১৫টা রাজ্যে ভোট হয়েছে। কোথায় কোনও বিশৃঙ্খলা হয়নি। একমাত্র বাংলা ছাড়া। আমরা ২০২৩ সালের ভোটের উল্লেখ করেছি। কীভাবে হাইকোর্ট ৮২০ কোম্পানি প্যারামিলিটারি এসেছে। ৫৫ জন মারা গেছেন। বেশিরভাগই তফশিলি ও সংখ্যালঘু। প্রার্থী খুন হয়েছেন।'

    শুভেন্দু আরও বলেন, '১ কোটি বাংলার ভোটার ভোট দিতে পারেননি। কাউন্টিং এজেন্টরা ঢুকতে পারেননি। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা এবং ২০২৩ সালের পঞ্চায়েত ভোট এবং আদালতের নির্দেশ ইত্যাদি মিলিয়ে বাংলার মানুষ শান্তি চায়। সব পার্টিই প্রচার-মিছিল করতে চায়। আমরা পরিস্কার বলেছি, এই রাজ্যে তৃণমূল চুরি-দুর্নীতির জন্য মানুষ বর্জিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংগুলোয় মানুষের দেখা নেই। যত ফাঁকা দেখছেন, পারদ চড়ছে।'

    বিরোধী দলনেতা বলেন, 'আমরা বলেছি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের ব্যবস্থা করতে বলেছি। পশ্চিমবঙ্গ পুলিশই ভোটের মূল প্রতিপক্ষ। আমাদের দাবি, এর আগে ইডি অ্যাটাক হয়েছে রাজ্য সরকার কিছু করেনি। কোর্ট হস্তক্ষেপ করেছে। এনআইএর ওপর আক্রমণ হয়েছে, নির্বাচন কমিশন ব্যবস্থা নিক। লিখিত অভিযোগ পাঠান হয়েছে। দিল্লি থেকে ব্যবস্থা নিতে হবে। কী করে দেখব।' 

     
  • Link to this news (আজ তক)