পাপিয়াকে ঘাটালের প্রার্থী মানতে নারাজ, প্রদেশ কংগ্রেসের অন্দরে চরম অসন্তোষ
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
রবিবার ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। ওই কেন্দ্র প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছে। আর তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই প্রার্থীকে নিয়ে চরম অসন্তোষ কংগ্রেসেরই অন্দরমহলে। এমনকী প্রার্থীকে কেন্দ্র করে অসন্তোষের জেরে উত্তেজনা ছড়ায় বিধানভবনে। পাপিয়া চক্রবর্তী কিছুদিন আগে পর্যন্ত বিজেপিতে ছিলেন, এমনটাই অভিযোগ বিক্ষোভকারী নেতা কর্মীদের। এমনকী প্রদেশ কংগ্রেসের নেতাদের একাংশ বামদের কাছে আসনগুলি বিক্রি করেছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের।গতকাল বনগাঁ ও উলুবেড়িয়ার সঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রেও প্রার্থী ঘোষণা করা হয়। বনগাঁয় প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়ায় আজাহার মল্লিককে প্রার্থী করার পাশাপাশি ঘাটালে পাপিয়া চক্রবর্তীকে প্রার্থী করে কংগ্রেস। আর সেই পাপিয়কেই প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না রাজ্যের কংগ্রেস নেতা কর্মীদের একাংশ। এক্ষেত্রে দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতৃত্বের একাংশ প্রদীপ প্রসাদকে প্রার্থী করার দাবি জানাচ্ছেন। বিক্ষোভ এমন দিকে মোড় নেয় যে একটা সময় কার্যত ধাক্কাধাক্কি - হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায় কংগ্রেস কর্মীদের। এদিকে এই বিষয়ে কংগ্রেস নেতা তথা মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি বাইরে রয়েছি, ঘটনাটা জানি না, আজ পিসিসি যাইনি।'
এদিকে সূত্রের খবর, কিছুদিন আগে পর্যন্ত ঘাটাল সিপিআই-কে ছেড়ে কাঁথিতে কংগ্রেস প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা চলছিল বাম ও কংগ্রেসের মধ্যে। সেক্ষেত্রে হঠাৎ করে কংগ্রেসের তরফে ঘাটালে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় বিভ্রান্তি তৈরি হয় আসন সমঝোতার প্রক্রিয়াতেও। এক্ষেত্রে সূত্রের খবর, বিষয়টি নিয়ে কিছুই জানা ছিল না বলে বামেদের জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
প্রসঙ্গত, রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘাটাল লোকসভা কেন্দ্রে। এই আসন থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছেন, এলাকার ২ বারে সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব)। অন্যদিকে আবার বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে অভিনেতা হিরন্ময় চট্টোপাধ্যায়কে (হিরণ)। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে দু'পক্ষই। লাগাতার চলছে মিটিং, মিছিল, সভা, রোড শো। রবিবার দেবের সমর্থনে ঘাটালে প্রচার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই সেই সমস্ত দিক বিচার করলে, ঘাটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন বলেই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ। এখন দেখার ঘাটাল নিয়ে 'ড্য়ামেজ' কী ভাবে কন্ট্রোল করে কংগ্রেস।