• Chaitra Navratri 2024: ভারতের বাইরেও রয়েছে শক্তিপীঠ, বিদেশের কোথায় কী নামে পূজিতা হন দেবী?
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • এগিয়ে আসছে নবরাত্রি। শারদীয় নবরাত্রি ও চৈত্র নবরাত্রি এই দুই নবরাত্রি নিয়ে সারা দেশে তৈরি হয় উৎসবের আবহ। চলতি বছরের মতো শারদীয় নবরাত্রি চলে গিয়েছে। যাকে আমরা দুর্গাপুজো বলি তাই হল শারদীয় নবরাত্রি। এবার চৈত্র নবরাত্রি পালনে দেশ-বিদেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে বিশেষ প্রস্তুতি। কোথাও আবার ধূমধাম করে পুজোর পালা। বাঙালির কাছে এই চৈত্র নবরাত্রি বাসন্তি পুজো নামে পরিচিত। প্রায় দোরগোড়ায় চৈত্র নবরাত্রির লগ্ন। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি। নবরাত্রি নাম থেকেই নিশ্চয় স্পষ্ট এটি নয় দিনের উৎসব। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। চৈত্র নবরাত্রি দেশজুড়ে শক্তিপীঠে ভক্তদের ঢল নামে। বিদেশের শক্তিপীঠেও ধূমধাম করে হয় দেবীর আরাধনা। শক্তিপীঠ হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ৫১টি শক্তিপীঠ রয়েছে। এর মধ্যে কয়েকটি শক্তিপীঠ বিদেশের মাটিতে অবস্থিত। ভারত ছাড়াও পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় শক্তিপীঠ মন্দির রয়েছে। জেনে নিন বিদেশের বিখ্যাত শক্তিপীঠগুলি কোনগুলি।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী সতী তাঁর পিতা দক্ষ রাজার অমতে বিয়ে করেছিলেন মহাদেবকে। তাতে রেগে গিয়ে যজ্ঞের আয়োজন করেন দক্ষ রাজা। সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন সতী। তখন ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন মহাদেব। সতীকে কাঁধে তাণ্ডবলীলায় মাতেন। সেই সময় ভগবান বিষ্ণু মহাদেবের প্রলয় থামাতে সুদর্শন চক্রে দেবীর দেহ ৫১টি খণ্ডে বিভক্ত করেন। দেবীর দেহের সেই অংশগুলি বিভিন্ন জায়গায় পড়ে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই জায়গাগুলিকে বলা হয় শক্তিপীঠ বা সতীপীঠ। প্রতিটি জায়গায় দেবী দুর্গা বিভিন্ন রূপে পূজিতা হন। হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে এই শক্তিপীঠের। অনেকের অজানা ভারত ছাড়া বিদেশের মাটিতে এই পীঠগুলি কোথায় কোথায় অবস্থিত।

    নেপালে শক্তিপীঠ

    ভারতের প্রতিবেশী দেশ নেপালেও দেবী সতীর দেহের কিছু অংশ পড়েছিল বলে বিশ্বাস। নেপালে তিনটি শক্তিপীঠ মন্দির রয়েছে।

    > আদ্য শক্তিপীঠ মন্দির গণ্ডর নদীর কাছে অবস্থিত। এখানে দেবী গণ্ডক রূপে পূজিত হন। ওই জায়গায় সতীর বাম গাল পড়েছিল বলে জানা যায়।

    > দ্বিতীয় শক্তিপীঠ হল গুহেশ্বরী শক্তিপীঠ, পশুপতিনাথ মন্দির থেকে একটু দূরে অবস্থিত এই মন্দির। এই জায়গায় সতীর হাঁটু পড়েছিল বলে বিশ্বাস।

    > নেপালের তৃতীয় শক্তিপীঠ হল দন্তকালী মন্দির যা বিজয়পুর গ্রামে অবস্থিত। এখানে মায়ের দাঁত পড়েছিল বলে বিশ্বাস।

    শ্রীলঙ্কায় শক্তিপীঠ

    > কথিত আছে, শ্রীলঙ্কায় সতীর পায়ের গোড়ালি পড়েছিল। ইন্দ্রাক্ষী শক্তিপীঠ মন্দির শ্রীলঙ্কায় অবস্থিত। মন্দিরটি জাফনা নাল্লুর এলাকায় অবস্থিত। এই মন্দিরে দেবীতে ইন্দ্রাক্ষী নামে ডাকা হয়। বিশ্বাস অনুসারে, রামও দেবীর আরাধনা করেছিলেন এখানে।

    পাকিস্তানের শক্তিপীঠ

    > পাকিস্তানের বেলুচিস্তানে একটি শক্তিপীঠ রয়েছে। এই মন্দির হিঙ্গুলা শক্তিপীঠ নামে পরিচিত। কথিত আছে এখানে সতীর মস্তক পড়েছিল।

    > করবীরে দেবীর শক্তিপীঠ রয়েছে। এখানে দেবীর ত্রিনেত্র পড়েছিল বলে বিশ্বাস।

    তিব্বতে শক্তিপীঠ

    > ভারতের প্রতিবেশী দেশ তিব্বতেও একটি শক্তিপীঠ মন্দির রয়েছে। এই মন্দিরটি মানসরোবর নদীর তীরে যেখানে সতীর ডান হাতের তালু পড়েছিল সেখানে অবস্থিত। এটি মনসা দেবী শক্তিপীঠ নামে পরিচিত।

    বাংলাদেশে শক্তিপীঠ

    সর্বাধিক ৫টি শক্তিপীঠ মন্দির ভারতের পড়শি দেশ বাংলাদেশে অবস্থিত।

    > যশোহর- দেবীর পানিপদ্ম, খুলনা

    > করতোয়াতট- সতীর তল্প, বগ্ডুড়া

    > শ্রীশৈল- দেবীর কর্ণকুণ্ডল, শ্রীহট্র

    > জয়ন্তী/জয়ন্তাতে- সতীর বাঁ জঙ্ঘা, শ্রীহট্র

    > চট্রল/চট্রগ্রাম- সতীর ডান বাহু, চট্রগ্রাম

    >সুগন্ধা- দেবীর নাসিকা, বরিশাল
  • Link to this news (এই সময়)