৩৭০ আসন জয়ের টার্গেট পূরণ করতে পারবে বিজেপি? জানুন প্রশান্ত কিশোরের মত
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
আসন্ন লোকসভা নির্বাচনে ৪০০ আসন টপকানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি বিজেপি সব মিলিয়ে ৩৭০ আসনে গণ্ডি পেরোবে। অন্য়দিকে বিজেপি সমর্থিত এনডিএ পাবে ৪০০ আসন। এবার আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে মুখ খুললেন ভোট কুশলী প্রশান্ত কিশোর।এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এবারের লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল করতে চলেছে নরেন্দ্র মোদী নেতৃত্বধীন বিজেপি। পিকের মতে, দক্ষিণ ও পূর্ব ভারতে দুর্বল মাটিতে দাঁত ফোটাতে সক্ষম হবে বিজেপি। দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিজেপির আসন বৃদ্ধির সম্ভাবনা বলে ভবিষ্যদ্বাণী প্রশান্ত কিশোরের। বিরোধীদের নিয়ে মত প্রকাশ করেছেন পিকে। তার মতে, বিজেপিকে পরাস্ত করতে বিরোধীদের হাতে অনেক অস্ত্র থাকলে সময় মতো সেগুলিকে কাজে লাগায়নি বিজেপি। তাই ভুল সিদ্ধান্তের কারণে বিরোধী দলগুলিকে পস্তাতে হবে বলে মত পিকের। সাক্ষাৎকারে পিকে জানিয়েছেন, বিজেপির এবং মোদীর প্রবল দাপট থাকলেও পদ্মশিবির এবং মোদী- কেউই অপরাজেয় নন। তাঁর মতে বিরোধীরা অন্তত তিনটি ভালো সুযোগ হাতছাড়া করেছে। এই সুযোগগুলিকে সময় মতো কাজে লাগাতেই পারলেই বিরোধীরা বিজেপি ও মোদির দৌড় থামিয়ে দিতে সক্ষম হত। কিন্তু বিজেপি একাধিকবার নির্বাচনে হারলেও বিরোধীরা সেই সুযোগ নিতে পারেননি।
৩৭০ আসনে টার্গেট পূরণে সক্ষম হবে বিজেপি? কী মত পিকের?
তবে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি কোনও ভাবেই ৩৭০ আসন জয়ের লক্ষ্যপূরণে সফল হবে না বলে মন্তব্য করেছেন পিকে। লোকসভা নির্বাচনে দক্ষিণের রাজ্যগুলিতে বিজেপি ভালো ফলের ইঙ্গিত করলেন পিকের কথায়, 'দক্ষিণের রাজ্যে ভালো ফল করলেও বিজেপি ৩৭০ আসনের গণ্ডি টপকাতে পারবে না।' দক্ষিণের রাজ্যগুলিতে গেরুয়া দলের হয়ে নির্বাচনী নেতৃত্বের মূল মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণের রাজ্যে প্রচারে গেরুয়া শিবিরে মুখের অভাব রয়েছে বলে মত পিকের।
এছাড়া বাংলা, কর্নাটকে কত আসন পেতে পারে বিজেপি তারও একটা আভাস দিয়েছেন প্রশান্ত কিশোর। শুধু তাই নয়, লোকসভা ভোটে আসন প্রাপ্তির নিরিখে বাংলায় বিজেপি এক নম্বর দল হতে পারে ইঙ্গিত দিয়েছেন। পিকের মতে, তেলঙ্গানার মতো রাজ্যে বিজেপি প্রথম বা দ্বিতীয় স্থানে থাকতে পারে। অত্যন্ত চমকপ্রদ হতে পারে সকলের জন্য। ওডিশার ক্ষেত্রেও সবচেয়ে বড় দল হতে পারে বিজেপি। এমনকী তামিলনাড়ুতেও বিজেপির ভোটপ্রাপ্তি দুই সংখ্যায় হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রশান্ত কিশোর।
অন্যদিকে, উত্তর ও পশ্চিম ভারতে বিজেপি তার গড় ধরে রাখতে পারবে বলেই মত প্রশান্ত কিশোরের। আর এই বিষয়টি লোকসভা নির্বাচনের দৌড়ে অন্যতম 'এক্স ফ্যাক্টর' হবে বলে মত তাঁর। তাঁর মতে, এই বিষয়টি অনেকটাই এগিয়ে দেবে বিজেপিকে। পাশাপাশি, বিজেপি দীর্ঘদিন ধরে দক্ষিণ ভারত ও পূর্ব ভারতে তাদের খুঁটি শক্ত করার চেষ্টা করেছে। একাধিক দক্ষিণ ও পূর্ব ভারতের রাজ্য়গুলিতে সফর করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। উলটো দিকে বিরোধীদের সেভাবে দেখা যায়নি বলে মনে করেন প্রশান্ত কিশোরের।