• Ram Mandir Ayodhya: ধর্মে বিজ্ঞানের মিশেল! রাম নবমীতে রাম মন্দিরের বিশেষ উদ্যোগ সফল করতে সামিল বিজ্ঞানীরা
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • অযোধ্য়ায় এবার ধূমধাম করে পালিত হবে রাম নবমী। রাম মন্দির উদ্বোধনে পর এই প্রথমবার জাঁকজমক পূর্ণ ভাবে রাম নবমী পালিত হবে অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধনের পরেই সবথেকে যে আশ্চর্য বিষয়টি সামনে এসেছিল প্রতি বছর চৈত্র শুক্লা নবমীতে (রাম নবমী) সূর্যের রশ্মি মূর্তির ললাটে সূর্যতিলক এঁকে দেওয়ার কথা। শুধু স্পর্শই নয় ছয় মিনিট ধরে রামলালার কপাটে সূর্যের কিরণ স্থায়ী হবে। আর এই বিষয়টিতেই যেন বিজ্ঞান-প্রযুক্তির ও ধর্মের হাত ধরাধরি! ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের হাত ধরেই এটি সম্ভব হতে চলেছে। গোটা বিষয়টিতে যে সহযোগিতা রয়েছে ভারতীয় বিজ্ঞানীদের তা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় মহাকাশ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। আর এখন তাই শুধু রাম মন্দিরে রামনবমী পালনের রাজযজ্ঞই নয়, বিজ্ঞানীরও কাজ করছেন বিস্ময়কর এই ঘটনাটিকে বাস্তবের রূপ দিতে। রাম নবমীর দিন ঠিক বেলা ১২টার সময় যাতে রামলালার কপাল থেকে 'জ্যোতি' বিচ্ছুরণ সফল করতে প্রস্তুতি নিচ্ছেন বিজ্ঞানীরা। রুরকির বিজ্ঞানীরা এই কাজে নিয়োজিত। ট্রাস্টের সম্পূর্ণ বিশ্বাস বিজ্ঞানীরা বিস্ময়কর এই ঘটনা ঘটাতে সফল হবেন।বেঙ্গালুরু ইন্ডিয়ান ইন্সস্টিউট অফ অ্য়াস্ট্রো ফিজিক্স ও উত্তরাখণ্ডের রুরকির CBRI (Central Building Research Institute), বেঙ্গালুরুর অপটিক কোম্পানির চেষ্টায় এটি সম্ভব হতে চলেছে। রামলালার মন্দির তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় CBRI। শুধু রাম মন্দির প্রতিষ্ঠাই নয়, রামলালার ললাটে সূর্য কিরণ ঠিকরে বেরোনোর প্রযুক্তির ক্ষেত্রেও বড় ভূমিকা রয়েছে CBRI-এর। সূর্যের কৌণিক অবস্থান দেখেই ঘটনাটির পরিকল্পনা করা হয়েছে। সূর্যরশ্মি একটি আয়নায় পড়বে। এই প্রযুক্তির ক্ষেত্রে প্রধান অবদান রয়েছে ইন্ডিয়ান ইনস্টিউট অফ অ্যাস্ট্রো ফিজিক্সের। পরিকল্পনা মতো গোটা বিষয়টি যাতে তার জন্যই এখন নিরন্তর পরিশ্রম করে চলেছে বিজ্ঞানীরা।

    মহাকাশ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জানিয়েছিলেন রামলালার গর্ভগৃহে একটি আয়নাকে এমন ভাবে বসানো হবে যাতে সূর্যরশ্মি তাতে প্রতিফলিত সোজা রামলালার কপালে এসে পড়বে। তা স্থায়ী হবে ছয় মিনিট ধরে। সূর্যের কৌণিক অবস্থানকে মাথায় রেখেই সাজনো হয়েছে গোটা প্রযুক্তি। পিতল ও ব্রোঞ্জ ব্যবহার করা হবে যাতে গোটা বিষয়টি দীর্ঘস্থায়ী হয়। এযেন বিজ্ঞান-প্রযুক্তির সঙ্গে ধর্মের এক সুন্দর মিশ্রণ! প্রসঙ্গত, রামনবমীর দিন ২০ ঘণ্টা সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকবে রাম মন্দিরের দরজা। ১৫-১৭ এপ্রিল পর্যন্ত রামলালার দর্শনে মিলবে এই সুবিধা। রাম নবমী অযোধ্যার ১০০টি জায়গায় LED স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।
  • Link to this news (এই সময়)