৩০ জন TMC নেতাকে তলব CBI-এর, ভোটের মুখেই কেন? প্রশ্ন তৃণমূলের
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
ভূপতিনগর কাণ্ডে ইতিমধ্যে দুইজন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে NIA। এর মাঝে আজ, সোমবার সকালেই তিনজন নেতাকে তলব করেছে NIA। এরপর বিজেপি নেতা খুনের একটি মামলায় শুভেন্দু গড়ে প্রায় ৩০ জন নেতাকে তলব করল CBI।বিজেপি নেতা জন্মেঞ্জয় দলাই খুনের ঘটনায় মোট ৩০ জন কাঁথির তৃণমূল নেতাকে তলব করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। জিজ্ঞাসাবাদের কারণে তাঁদের সিবিআই দফতরে হাজির হতে বলা হয়েছে। যদিও, বেশিরভাগ নেতাই হাজির দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। নির্বাচনের কারণে প্রচারের কাজে ব্যস্ত থাকায় এখন তাঁরা হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর কাঁথি ৩ ব্লকে ভাজাচাউলি এলাকায় বিজেপি নেতা জন্মেঞ্জয় দলাইকে হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্ত চলাচ্ছে সিবিআই। সেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিরিশ জন তৃণমূল নেতাকে সমন পাঠানো হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন কাঁথি সংগঠনিক জেলার আইএনটিইউসি (INTTUC) সভাপতি বিকাশ চন্দ্র বেজ, রয়েছেন কাঁথি ৩ ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও তৃণমূলের বুধ অঞ্চল নেতৃত্বরা।
Mamata Banerjee on Bhupatinagar Incident : ‘মধ্যরাতে NIA গেছিল কেন? BJP নোংরা খেলা খেলছে’ মন্তব্য মমতার
গত বিধানসভা নির্বাচনের সময় কাঁথি ৩ ব্লকের তৃণমূল নেতার নন্দদুলাল মাইতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পরে ওই তৃণমূল নেতাকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর ভোট মিটে যাওয়ার পর বিজেপি নেতা জন্মোঞ্জয় দলাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীকালে স্থানীয় একটি ফাঁকা মাঠে তাঁর দেহ উদ্বার করা হয়। বিজেপির তরফে, তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছিল।
বিজেপি নেতা মৃত্যুর ঘটনায় প্রথমে মারিশদা থানার পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু, মৃত বিজেপি নেতার পরিবারে তরফ থেকে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছিল। পরে মারিশদা থানা থেকে তদন্তের দায়ভার নেয় সিবিআইয়ের হাতে। সেই ঘটনায় এতদিন বাদে ভোটের মুখে ৩০ জন নেতাকে তলব করা হল।
যদিও, একের পর এক তৃণমূল নেতাকে কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে শুরু চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট থেকে শুরু করে নির্বাচনী কর্মীদের তুলে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে এই কাজ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছেন স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।